Durand Cup: বেঙ্গালুরু বধ নিয়ে আশাবাদী মোলিনা, নব্বই মিনিটেই জয় নিশ্চিত করার চ্যালেঞ্জ

মঙ্গলবার সন্ধ্যায় ডুরান্ড কাপের (Durand Cup) দ্বিতীয় সেমিফাইনাল। যেখানে মুখোমুখি হবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট এবং বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। বর্তমানে এই ম্যাচের দিকেই…

Mohun Bagan Coach José Francisco Molina

মঙ্গলবার সন্ধ্যায় ডুরান্ড কাপের (Durand Cup) দ্বিতীয় সেমিফাইনাল। যেখানে মুখোমুখি হবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট এবং বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। বর্তমানে এই ম্যাচের দিকেই নজর রয়েছে সকলের। গতবারের তুলনায় এবার বেঙ্গালুরু এফসি অনেক শক্তিশালী হলেও দলের জয় পাওয়া নিয়ে আশাবাদী মোহনবাগান কোচ জোসে মোলিনা। আইএসএলের আগে তাঁর কাছে এটি প্রি-সিজন টুর্নামেন্টে হলেও দলকে চূড়ান্ত সাফল্য এনে দিতে চান স্প্যানিশ কোচ।

   

সেই গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই সোমবার বিকেলে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মোলিনা। তাঁর সঙ্গে ছিলেন দলের আপফ্রন্টের অন্যতম ভরসা অনিরুদ্ধ থাপা। সেখানে প্রতিপক্ষ দলকে সমীহ করলেও দলের জয় নিয়ে যথেষ্ট আশাবাদী থাকতে দেখা যায় হেডস্যারকে।

এই প্রসঙ্গে বাগান কোচ বলেন, ‘ আমরা নিজেদের তৈরি করার জন্য খুব একটা সময় পাইনি। তাঁর মধ্যেই দুটো বড় ম্যাচ খেলতে হয়েছে। তবে দলের সকলেই আগামীকালের ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করেছে। সকলেই নিজেদের সেরাটা দিতে চায়। আমাদের প্রধান লক্ষ্য নব্বই মিনিটের মধ্যেই জয় নিশ্চিত করা।’

তবে চোটের কারণে ধীরজ সিং থেকে শুরু করে আশিক কুরুনিয়ান এবং জেমি ম্যাকলারেনের মতো ফুটবলারদের না পাওয়া গেলেও সেই নিয়ে খুব একটা ভাবতে নারাজ তিনি। নিজের পরিকল্পনা অনুযায়ী সাফল্য পাওয়াই এখন তাঁর প্রধান উদ্দেশ্য। সেজন্য নির্ধারিত নব্বই মিনিটের মধ্যেই দলের জয় সুনিশ্চিত করতে চান বাগান কোচ। তবে কোয়ার্টার ফাইনালের কথা মাথায় রেখে ট্রাইব্রেকারের জন‌্য ও দলকে প্রস্তুত করেছেন মোলিনা।