সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকেই শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2024)। যেখানে এবার অংশগ্রহণ করতে চলেছে কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাব। যারফলে আরও জমজমাট হয়ে উঠবে এই ফুটবল টুর্নামেন্ট। যারফলে এবার টুর্নামেন্টের প্রতিটি লেগে তিনটি করে ডার্বি ম্যাচ থাকছে বাংলা থেকে। যা নিঃসন্দেহে অনেকটাই জনপ্রিয় করে তুলবে দেশের প্রথম ডিভিশনের এই ফুটবল টুর্নামেন্টকে।
নির্ধারিত সূচি অনুযায়ী আগামী মাসের ১৩ তারিখ থেকে শুরু হবে আইএসএল। প্রথম ম্যাচ আয়োজিত হবে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে। লড়াই করবে মোহনবাগান সুপার জায়ান্ট এবং শক্তিশালী মুম্বাই সিটি এফসি। এই ম্যাচের মধ্য দিয়েই গতবারের ফাইনাল হারের বদলা নিতে চাইবেন বাগান অধিনায়ক শুভাশিস বসু। অন্যদিকে জয় দিয়ে মরসুম শুরু করার পরিকল্পনা থাকবে পেট্র ক্র্যাটকির ছেলেদের।
কিন্তু কোথায় দেখা যাবে আইএসএল ম্যাচ? জানা গিয়েছে, গতবারের মতো এবারও ‘স্পোর্টস ১৮’ চ্যানেলে সম্প্রচারিত হবে ইন্ডিয়ান সুপার লিগের প্রত্যেকটি ম্যাচ। তবে শুধু টেলিভিশন নয়, অনলাইনে বিনামূল্যে এই টুর্নামেন্টের সমস্ত ম্যাচ লাইভ দেখানো হবে ‘জিয়ো সিনেমা’ অ্যাপে। যা নিঃসন্দেহে ইতিবাচক ভূমিকা পালন করবে দেশের ফুটবলপ্রেমীদের কাছে।