Durand Cup: জামশেদপুর যাচ্ছেন না বাগানের এই তিন ফুটবলার

শুক্রবার ডুরান্ড কাপের (Durand Cup) কোয়ার্টার ফাইনাল খেলতে নামবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী পাঞ্জাব এফসি। আগত এই ম্যাচ জিতে…

Dheeraj Singh, Ashique Kuruniyan, Glan Martins

শুক্রবার ডুরান্ড কাপের (Durand Cup) কোয়ার্টার ফাইনাল খেলতে নামবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী পাঞ্জাব এফসি। আগত এই ম্যাচ জিতে সেমিফাইনালে যাওয়াই অন্যতম লক্ষ্য জোসে মোলিনার ছেলেদের। সেজন্য গত কয়েকদিন ধরে জোরকদমে অনুশীলন চালিয়েছেন সকলে। যতদূর জানা গিয়েছে, বুধবার সকালে যুবভারতীতে অনুশীলন করে বাসেই জামশেদপুর রওনা দেবে বাগান ব্রিগেড।

   

সেখানেই সেমিফাইনালে যাওয়ার লড়াই করতে হবে মেরিনার্সদের। তবে এক্ষেত্রে দলের সঙ্গে যাওয়া অনিশ্চিত বাগানের তিন ফুটবলারের। যাদের মধ্যে রয়েছেন ধীরজ সিং, আশিক কুরুনিয়ান এবং গ্লেন মার্টিনস। গত কয়েক সপ্তাহ ধরেই চোটের সমস্যায় ভুগছেন সবুজ-মেরুনের তরুণ গোলরক্ষক। এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। সেজন্যই তাঁকে শহরে রেখে জামশেদপুর রওনা হতে চলেছে বাগান ব্রিগেড।

এছাড়াও গত মরসুম থেকেই চোটের সমস্যায় ভুগছিলেন আশিক কুরুনিয়ান। নয়া সিজনে ফের নিজেকে মেলে ধরার সুযোগ আসলেও ফের দেখা দিয়েছে চোটের সমস্যা। যারফলে এখনি তাঁকে বাইরে নিয়ে যেতে চাইছেন না স্প্যানিশ কোচ জোসে মোলিনা‌। এই দুই ফুটবলারের সাথেই শহরে থাকতে পারেন গ্লেন মার্টিনস। শোনা যাচ্ছে, জুনিয়র দলের সঙ্গেই অনুশীলন করবেন এই ফুটবলার।

তবে সেখানেই শেষ নয়। চোটের সমস্যা মিটিয়ে এখনও পর্যন্ত নিজের স্বাভাবিক ছন্দে ফেরেননি জেমি ম্যাকলারেন। আসন্ন আইএসএল মরসুম শুরু হওয়ার আগেই তাঁকে ম্যাচ ফিট করতে মরিয়া বাগান ম্যানেজমেন্ট।