ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস

আপনিও কি বাইরে বেরোনোর কথা ভাবছেন? সঙ্গে ছাতা আছে তো? না নেওয়া থাকলে এখনই সঙ্গে নিন, কারণ আর একটু পরেই ঝেঁপে বৃষ্টি (Rainfall) আসতে চলেছে…

ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস

আপনিও কি বাইরে বেরোনোর কথা ভাবছেন? সঙ্গে ছাতা আছে তো? না নেওয়া থাকলে এখনই সঙ্গে নিন, কারণ আর একটু পরেই ঝেঁপে বৃষ্টি (Rainfall) আসতে চলেছে বেশ কয়েকটি জেলায়। আর এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া (Weather) দফতর।

Advertisements

গত ২ দিন ধরে আকাশের মুখ ভার। মাঝে মাঝে রোদের দেখা মিললেও বেলা বাড়তেই চোখের নিমেষে ঝপ করে বৃষ্টির সাক্ষী থাকছেন অনেকেই। সকলেই প্রশ্ন তুলছেন, কবে ফের জাঁকিয়ে শীত (Winter) পরবে বাংলায়?এই অসময়ের বৃষ্টির কারণে ক্ষতি হচ্ছে চাষের জমির। যার ফলে মাথায় হাত পড়েছে একাধিক চাষির।

   

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, উত্তর এবং দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। যদিও আজ থেকে কমবে বৃষ্টির পরিমাণ।

Advertisements

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তুরে হাওয়া আপাতত বাধাপ্রাপ্ত হচ্ছে। তার জেরে বাড়ছে তাপমাত্রাও। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনার কথাও জানানো হয়েছে। সেইসঙ্গে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় প্রায় ২ থেকে ৩ ডিগ্রি তাপামাত্রা কমতে পারে। বৃষ্টি হবে উত্তরেও।