Ukraine: হাজার হাজার রুশ সেনার গর্জন ইউক্রেন সীমান্তে, আসছে ট্যাঙ্ক

ইউক্রেনের (Ukraine) সীমাম্ত পার করবে রুশ সেনা ? এই প্রশ্নে বিশ্ব সরগরম। যদি সীমাম্ত পার করে রুশ বাহিনী তাহলে ন্যাটো দেবে জবাব। ইউক্রেনের পাশে থেকে…

ইউক্রেনের (Ukraine) সীমাম্ত পার করবে রুশ সেনা ? এই প্রশ্নে বিশ্ব সরগরম। যদি সীমাম্ত পার করে রুশ বাহিনী তাহলে ন্যাটো দেবে জবাব। ইউক্রেনের পাশে থেকে এমন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। এর পরেও রুশ সেনার বিপুল উপস্থিতি।

বিবিসি জানাচ্ছে ইউক্রেন সীমান্তে অন্তত সাড়ে ৮ হাজার ন্যাটো বাহিনী এসেছে। এর বদলায়নি বিরাট সেনা সমাবেশ করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। আসছে  ট্যাংক বাহিনী। অন্যদিকে ইউক্রেনের সেনা অবস্থান নিয়েছে। তাদেরও গোলন্দাজ বাহিনী তৈরি আছে।

তবে রুশ হামলা রুখতে পারার মতো শক্তি নেই ইউক্রেনের এমনই অভিমত প্রতিরক্ষা বিশেষজ্ঞদের। এর জন্য ন্যাটো বাহিনী তাদের সাহায্য করবে। কারণ, ইউক্রেনে কোনওরকম রুশ আধিপত্য চায় না মার্কিন যুক্তরাষ্ট্র।

আল জাজিরা জানাচ্ছে, রাশিয়ার মতিগতি ভালো দেখছেন না মার্কিন যুক্তরাষ্ট্র। ইউক্রেন থেকে কূটনীতিক ও দূতাবাস কর্মীদের সরানো শুরু হয়েছে।

সংবাদ সংস্থা AFP জানাচ্ছে, ইউক্রেন জুড়ে আতঙ্ক ছড়াতে শুরু করেছে।

রুশ সংবাদ সংস্থা তাস জানাচ্ছে, সীমাম্ত সুরক্ষায় সরকার সেনা সমাবেশ করেছে।

ইউএস স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমেরিকার নাগরিকদের উদ্দেশ্যে নির্দেশ মার্কিন দূতাবাস, কিয়েভ, রাশিয়া থেকে অবিলম্বে ফিরে আসার চেষ্টা করুন। রাশিয়ার সেনা আগ্রাসান ক্রমে ভয়ের পরিবেশ তৈরি করেছে।রাশিয়া অধিকৃত ক্রিমিয়া, ইউক্রেনের পূর্ব অংশ (রাশিয়ার দখলে) চিন্তার কারণ। সেখানকার নিরাপত্তা ভেঙে পড়তে পারে যে কোনো মুহূর্তে। আরও খারাপ হতে পারে পরিস্থিতি।’