সোমবার মাঝরাতে আকাশে ভেসে উঠবে বিরাট ‘ব্লু-মুন’

এক বিরাট মহাজাগতিক ঘটনা। সোমবার রাতেই আকাশে তাকালে দেখা মিলবে সুপারমুনের (Supermoon)। বছরের প্রথম সুপারমুন দেখতে পাওয়া যাবে বলে জানাচ্ছে বিজ্ঞানীরা। চলতি বছরে আরও তিনবার…

এক বিরাট মহাজাগতিক ঘটনা। সোমবার রাতেই আকাশে তাকালে দেখা মিলবে সুপারমুনের (Supermoon)। বছরের প্রথম সুপারমুন দেখতে পাওয়া যাবে বলে জানাচ্ছে বিজ্ঞানীরা। চলতি বছরে আরও তিনবার এই ঘটনা ঘটবে বলে বিজ্ঞানীদের দাবি। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার মতে, চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থান করে, তখনই দেখা যায় এই সুপারমুন। এই সময় পৃথিবী থেকে সবচেয়ে বড় এবং উজ্জ্বল দেখায় চাঁদকে।

Advertisements

করোনার মত সংক্রামক এমপক্স রুখতে ভারতে প্রস্তুতি, গুটিবসন্তের টিকাই ভরসা

   

১৯৭৯ সালে জ্যোতির্বিজ্ঞানী রিচার্ড নোলে এই নামকরণ করেন। তবে এটি নীল রঙের নয়, পূর্ণিমাতে চাঁদের অবস্থান ও বায়ুমন্ডলের ওপর প্রতিফলিত হওয়া নিয়ে কিছু বৈজ্ঞানিক কারণ রয়েছে। যার ফলে একে নীলাভ চাঁদ বা ব্লু-মুন বলা হয়।

Advertisements

আরজি করের আন্দোলনে পাক-বাংলাদেশ ‘লিঙ্ক’? লালবাজারে তলব বহু নেটিজেন

সোমবার রাতে ভারতে রাত ১১টা ৫৬মিনিট থেকে ২০ অগস্ট ভোর পর্যন্ত দেখা মিলবে এই চাঁদের। পশ্চিমীদেশগুলিতে দেখা যাবে সোমবার রাতেই। অন্যান্য দিনের চেয়ে চাঁদের আকার প্রায় ১৪ গুণ বড়। ঔজ্জ্বলতা ৩০ শতাংশ বেশি হবে বলে দাবি নাসার বিজ্ঞানীদের। আগামী মাসেও ফের দেখা যাবে এই সুপারমুন।