ওষুধের বাক্সে পরমাণু বোমার সামগ্রী, শোরগোল বিমানবন্দরে

ওষুধের বাক্সে লুকিয়ে পরমাণু বোমার তেজস্ক্রিয় পদার্থ পাচার হচ্ছিল। রবিবার লখনৌয়ের ঘটনা চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরের  ঘটনা। এদিন বানিজ্যিক মালপত্র চেকিংয়ের সময়ে ধরা পড়ে…

ওষুধের বাক্সে লুকিয়ে পরমাণু বোমার তেজস্ক্রিয় পদার্থ পাচার হচ্ছিল। রবিবার লখনৌয়ের ঘটনা চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরের  ঘটনা। এদিন বানিজ্যিক মালপত্র চেকিংয়ের সময়ে ধরা পড়ে যায় ওই সমস্ত তেজস্ক্রিয় পদার্থ। আর তাতেই হুলুস্থূল পড়ে বিমানবন্দরে (Lucknow Airport)। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ।

Advertisements

জমি দুর্নীতির কাঠগড়ায় মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, তদন্তের নির্দেশ

   

তবে বিষয়টি প্রকাশ্যে আসার পরই আতঙ্ক ছড়ায় বিমানবন্দরে (Lucknow Airport)।। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, যে তেজস্ক্রিয় পদার্থ উদ্ধার হয়েছে তাতে প্রাণহানি বা আহত হওয়ার কোনও আশঙ্কা দেখা যাচ্ছে না। তবে কত পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ উদ্ধার হয়েছে, তা জানাননি বিমানবন্দর কর্তৃপক্ষ।

ভুল শুধরানোর বার্তা, সামনে চাইলেন অভিষেককে, কুণালের পোষ্টে কীসের ইঙ্গিত?

বিগত এক সপ্তাহ আগেই বিহারের গোপালগঞ্জে ৫০ গ্রাম তেজস্ত্রিয় পদার্থ ক্যালিফোর্নিয়াম-সহ ধরা পড়েন দুই যুবক। সেই তেজস্ক্রিয়া পাচার করা হচ্ছিল।

Advertisements

আরজি কর হাসপাতালে হামলা: তলব মীনাক্ষী সহ সাত DYFI নেতা-কর্মীকে

পুলিশ সূত্রে খবর, যার এক গ্রামের দাম ১৫ কোটি টাকা। সাড়ে ৮০০ কোটি টাকার সেই তেজস্ক্রিয় কোথায় পাচার করা হচ্ছিল তা নিয়ে তদন্ত চলছে।