আরজি কর-কাণ্ডে মমতাকে তুলোধনা বিরোধীদের, ‘দিদি’-র পাশে দাঁড়ালেন অখিলেশ

আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় অশান্ত হয়েছে রয়েছে সমগ্র দেশ। দফায় দফায় চারিদিকে বিক্ষোভ চলছে মানুষের। অনেকেই ইতিমধ্যে বলতে শুরু করেছেন…

আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় অশান্ত হয়েছে রয়েছে সমগ্র দেশ। দফায় দফায় চারিদিকে বিক্ষোভ চলছে মানুষের। অনেকেই ইতিমধ্যে বলতে শুরু করেছেন যে এই ঘটনা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে কীভাবে বাংলায় আইন শৃঙ্খলা কীভাবেশি ভেঙে পড়েছে। ঘটনায় রাজনৈতিক রং-ও ইতিমধ্যে লেগে গিয়েছে। বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম ত্যেকে শুরু করে সকলেই এই বিষয়ে কথা বলছে। তবে এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তিনি সমালোচনা করছে বিরোধীরা। তবে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে নামলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav)।

আজ শনিবার সপা প্রধান একের পর এক মন্তব্য করে সকলকে চমকে দিয়েছেন। আরজি কর-কাণ্ড ও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে অখিলেশ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন মহিলা এবং একজন মহিলার যন্ত্রণা বোঝেন। চাহিদা অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন তিনি। সিবিআই বা অন্য কোনও সংস্থাকে দিয়ে বিষয়টি খতিয়ে দেখানোর সিদ্ধান্তও নিয়েছে সরকার। কিন্তু এর পাশাপাশি ভারতীয় জনতা পার্টির লোকদের রাজনীতি করা উচিত নয়। এই ঘটনা থেকে বিজেপির রাজনৈতিক সুবিধা নেওয়া উচিত নয়।”

   

আরজি কর-এ মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলার তদন্তকারী সিবিআই দল শনিবার ফের আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পৌঁছেছে। আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ১৪ আগস্ট রাতের ঘটনার পর প্রমাণ লোপাট-সহ একাধিক অভিযোগ রয়েছে। জানা গেছে, হিংসার রাত থেকে হাসপাতালের ৪২ জন চিকিৎসককে বদলি করা হয়েছে। শুধু তাই নয়, ৩২ জন চিকিৎসকের পদোন্নতির খবরও রয়েছে।

একই সঙ্গে বলা হচ্ছে, ১০ জন চিকিৎসক দূরবর্তী স্থানে মোতায়েন করা হয়েছে, যেখানে তারা কর্মরত। কলকাতার আরজি কর হাসপাতালের এক শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ করে খুনের মামলায় দেশজুড়ে আন্দোলন চলছে। এই ঘটনা যেন নতুন করে নির্ভয়ার স্মৃতি ফিরিয়ে এনেছে। শনিবার সকাল থেকে দেশজুড়ে চিকিৎসকদের কর্মবিরতি চলছে। অন্যদিকে, মহিলা চিকিৎসককে ধর্ষণের প্রতিবাদে শনিবার সকাল ৬টা থেকে রবিবার অর্থাৎ ১৮ অগাস্ট সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার ধর্মঘট শুরু করেছে আইএমএ। তবে জরুরি পরিষেবা চালু থাকবে। অন্যদিকে ধর্ষণ মামলার কড়াকড়ি শুরু করেছে সিবিআই।