টিম ইন্ডিয়ার হয়ে আদৌ খেলবেন মহম্মদ সামি? প্রকাশ্যে বড় আপডেট

ভারতীয় ক্রিকেট দলের তারকা পেস বোলার মহম্মদ সামি (Mohammed Shami)। ২০২৩ সালে আয়োজিত একদিনের ক্রিকেট বিশ্বকাপের পর আপাতত তিনি ২২ গজের বাইরেই রয়েছেন। সম্প্রতি তিনি…

Mohammed Shami

ভারতীয় ক্রিকেট দলের তারকা পেস বোলার মহম্মদ সামি (Mohammed Shami)। ২০২৩ সালে আয়োজিত একদিনের ক্রিকেট বিশ্বকাপের পর আপাতত তিনি ২২ গজের বাইরেই রয়েছেন। সম্প্রতি তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অনুশীলনের বেশ কয়েকটি ভিডিয়ো শেয়ার করেছেন। এরপর আশা করা হচ্ছে যে খুব শীঘ্রই ভারতীয় ক্রিকেট দলে তাঁকে আবারও দেখতে পাওয়া যাবে। যদিও আসন্ন দলীপ ট্রফিতে মহম্মদ সামিকে কোনও দলেই রাখা হয়নি। ইতিমধ্যে টিম ইন্ডিয়ার এই পেস ব্যাটারির কামব্যাক নিয়ে একটা বড়সড় আপডেট প্রকাশ্যে এসেছে।

   

কামব্যাক সম্পর্কে আপডেট দিলেন মহম্মদ সামি
চলতি মাসে শুরুর দিকে ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মহম্মদ সামি। এই অনুষ্ঠানেই তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে ২২ গজের লড়াইয়ে তিনি আবারও কবে কামব্যাক করবেন। এর উত্তরে সামি বলেছিলেন, ‘এখনই এই ব্যাপারে মন্তব্য করা বেশ কঠিন। তবে বর্তমানে আমি যথেষ্ট কঠোর পরিশ্রম করছি। আমার আশা, ভারতীয় ক্রিকেট দলের জার্সির আগে বাংলার জার্সি পরব। কামব্যাক করার পর দু-তিনটে ম্যাচ আমি বাংলার হয়ে খেলতে চাই। আর এভাবেই নিজেকে আন্তর্জাতিক ম্য়াচের জন্য় নিজেকে প্রস্তুত করব।’

মহম্মদ সামিকে নিয়ে বিশেষ মন্তব্য প্রধান নির্বাচক অজিত আগরকরের
শ্রীলঙ্কা সফরের জন্য় যখন ভারতীয় ক্রিকেট স্কোয়াড ঘোষণা করা হয়েছিল, সেই সময় বিসিসিআই-এর প্রধান নির্বাচক অজিত আগরকর বলেছিলেন, ‘আগামী ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের বিরুদ্ধে টিম ইন্ডিয়া প্রথম টেস্ট ম্য়াচ খেলতে নামবে। আমি আশা করব যে এই সিরিজের আগে মহম্মদ সামি সুস্থ হয়ে উঠবেন। ওঁর জন্য আলাদা করে কোনও সময়সীমা নির্ধারণ করা হয়নি। এবার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে এই ব্যাপারে জানতে হবে।’

ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই অনুপস্থিত সামি
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিলেন মহম্মদ সামি। মাত্র সাত ম্য়াচে তিনি ১০.৭০ বোলিং গড় এবং ৫.২৬ ইকোনমি রেটে মোট ২৪টি উইকেট শিকার করেছিলেন। যদিও এই টুর্নামেন্ট খেলার সময়ই গোড়ালিতে চোট পেয়েছিলেন তিনি। বিশ্বকাপ শেষ হতে না হতেই তড়িঘড়ি তাঁর অপারেশন করাতে হয়। এই চোটের কারণেই মহম্মদ সামি ২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং ২০২৪ আইসিসি টি-২০ বিশ্বকাপে খেলতে পারেননি।