আসন্ন বিধানসভা ভোটকে (UP assembly election 2022) পাখির চোখ করে জমে উঠেছে উত্তরপ্রদেশের নির্বাচনী ময়দান। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। এরই মাঝে আসন্ন ভোটের আগে জোট গড়লেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিন(AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি (Asadharon Owaisi)।
এবার তাঁর দল বাবু সিং কুশওয়াহার দলের সঙ্গে জোট করবে বলে ঘোষণা করেছেন মিম প্রধান।
তিনি বলেন, “এই জোট ক্ষমতায় এলে ২ জন মুখ্যমন্ত্রী থাকবেন, একজন ওবিসি সম্প্রদায়ের এবং অন্যজন দলিত সম্প্রদায়ের। এর সঙ্গে মুসলিম সম্প্রদায়ের ৩ জন উপ-মুখ্যমন্ত্রী থাকবেন। “
প্রসঙ্গত, ওয়েইসি এর আগে ওপি রাজভরের দল সুভাষের সঙ্গে জোট গঠন করেছিলেন, পরে রাজভর অখিলেশের সঙ্গে চলে যান এবং ওয়েইসি লড়াইয়ে একা হয়ে যান। জানা গিয়েছে, ওয়েইসির দল উত্তরপ্রদেশে ১০০ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে। বেশ কয়েকজন প্রার্থীর নামও ঘোষণা করা হয়েছে।
ওয়াকিবহাল মহলের মতে, ওয়েইসি এই নির্বাচনে মুসলিম ভোট ব্যাংককে তার দিকে টানতে চেষ্টা করছেন বলে মনে করছে । তবে সপা সহ বেশ কয়েকটি বিরোধী দল ওয়েইসিকে বিজেপির বি-টিম বলে অভিযোগ করছে।
উত্তরপ্রদেশে মোট সাত দফায় ৪০৩টি বিধানসভা আসনের ভোটগ্রহণ শুরু হবে ১০ ফেব্রুয়ারি থেকে। উত্তরপ্রদেশে সাত দফা অর্থাৎ ১০, ১৪, ২০, ২৩, ২৭ ফেব্রুয়ারি এবং ৩ ও ৭ মার্চ ভোট গ্রহণ করা হবে। ভোট গণনা হবে ১০ মার্চ।