চলতি ইন্ডিয়ান সুপার লিগের (ISL) নিজেদের ১২ নম্বর ম্যাচে এফসি গোয়াকে ১-২ গোলে হারিয়ে সেশনে প্রথম জয়ের স্বাদ পেয়েছে এসসি ইস্টবেঙ্গল (East Bengal)। লাল হলুদ দলের হেডকোচ মারিও রিভেরা আগেই বলেছিলেন, “আমার প্রথম চ্যালেঞ্জ হবে দলের মেজাজ বদলানো।” মেজাজ বদল হতেই পারফরম্যান্সে ছাপ পড়ল,জিতল লাল হলুদ বিগ্রেড। সঙ্গে ইন্ডিয়ান সুপার লিগের(ISL) পয়েন্ট টেবিলে লাস্ট বয় থেকে এক ধাপ ওপরে উঠে এসে ১০ নম্বরে এসসি ইস্টবেঙ্গল ৯ পয়েন্ট নিয়ে।
Read more: Subhash Bhowmick: প্রথাগত ট্রেনিং না থেকেও বিশ্বসেরা কোচ হয়ে উঠেছিলেন মালদার সুভাষ
ISL টুর্নামেন্টের মাঝপথে জয়ের স্বাদ পেয়েই নতুন করে জেগে উঠেছে লাল হলুদ বিগ্রেড। স্প্যানিয়ার্ড জাদুকর মারিও রিভেরা দলের প্রথম জয়ের রেশ কাটতে না কাটতেই নতুন ফিজিক্যাল ট্রেনার নিয়োগ করতে চলেছে ভাস্কর সেনগুপ্তকে।
অন্যদিকে, আমির দেরভিসেভিচকে রিলিজ দেওয়া নিয়ে টালবাহানা চলছে বেশ কয়েকদিন ধরে। সূত্রে খবর, এই ইস্যুতে ইতিমধ্যেই কথাবার্তা অনেকটাই এগিয়েছে। দেরভিসেভিচকে রিলিজ দেওয়া হবে এটা একপ্রকার নিশ্চিত। আর দেরভিসেভিচের পরিবর্তে নতুন বিদেশী ফুটবলারেরা নাম হায়দরাবাদ এফসি ম্যাচের আগেই ঘোষণা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এই ম্যাচ টুর্নামেন্টের ৭০ নম্বর, ২৪ জানুয়ারি হবে লাল হলুদ বিগ্রেডের সঙ্গে গোয়ার তিলক ময়দানে।
Read More: Subhash Bhowmick : ‘তুমিই সেরা’, ‘প্রদীপদা’র পথে না ফেরার দেশে সুভাষ
লাল হলুদ বিগ্রেডের লক্ষ্য এখন একটাই লীগ টেবিলে যতটা ওপরে দিকে উঠে চলতি ইন্ডিয়ার সুপার লীগে( ISL)নিজেদের অভিযানকে হ্যাপি এন্ডিং করে রাখা যায়।