আগামী ফুটবল বিশ্বকাপ জিতবে পাকিস্তান, জানালেন বিলাওয়াল

অলিম্পিকে জ্যাভলিনে প্রথম সোনা পেয়েছে পাকিস্তান (Pakistan)। এবার পাকিস্তান ফুটবল বিশ্বকাপও জিততে পারে বলে দাবি করলেন পাক সাংসদ তথা প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজ়ির ভুট্টোর পুত্র বিলাওয়াল…

Bilawal Bhutto on Pakistan football world cup champion

অলিম্পিকে জ্যাভলিনে প্রথম সোনা পেয়েছে পাকিস্তান (Pakistan)। এবার পাকিস্তান ফুটবল বিশ্বকাপও জিততে পারে বলে দাবি করলেন পাক সাংসদ তথা প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজ়ির ভুট্টোর পুত্র বিলাওয়াল ভুট্টো। শুক্রবার পাক সংসদে দাঁড়িয়ে একথা বলেন তিনি। বিলাবল ভুট্টোর কথায়,

“শুধু অলিম্পিক্স বা ক্রিকেট নয়, যদি সামান্য সাহায্য করা হয়, তবে আমরা ফুটবল বিশ্বকাপও জিততে পারি।” 

টানা নয় বছর ভারতের মাটিতে ঠায় দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশের বিমানটি, কোন উদ্দেশ্যে?

   

এবারের প্যারিস অলিম্পিক্সে জ্যাভলিনে সোনা জিতেছেন পাকিস্তানি ক্রীড়াবিদ আরশাদ নাদিম। দ্বিতীয় স্থানে থেকে রুপো পেয়েছেন ভারতের নীরজ চোপড়া। সংসদে দাঁড়িয়ে নাদিমকে অভ্যর্থনা জানাতে গিয়ে এমনটাই বলেন বিলাওয়াল। বর্তমানে পাক সরকারের সাংসদ তিনি। এর আগে বিদেশমন্ত্রী পদে ছিলেন। তাই তাঁর কাছ থেকে এমন কথা শুনেই হাসিতে ফেটে পড়েছে নেটপাড়া। বিলাওয়ালকে নিয়ে ইতিমধ্যে ট্রল শুরু করেছে নেটিজেনরা।

খেলা ঘুরছে! রাশিয়ার ভেতরে ঢুকে হামলা চালাচ্ছে ইউক্রেন

কারণ বাস্তব ছবিটা অন্য কথা বলছে, ফিফা ফুটবলের র‌্যাঙ্কিংয়ে পাকিস্তান (Pakistan) এখন ১৯৭ নম্বর স্থানে রয়েছে। ভারত তো বটেই, এমনকি বাংলাদেশ ও নেপালের থেকেও পিছিয়ে রয়েছে পাকিস্তান। বিশ্বে ফিফার তালিকাভুক্ত মোট ২১০টি দেশ রয়েছে। তার মধ্যে পাকিস্তানের পিছনে রয়েছে মাত্র ১৩টি দেশ। এমন অবস্থায় পাকিস্তান কীভাবে চ্যাম্পিয়ান হবে, সেটা উনিই জানেন বলে কটাক্ষ করছেন নেটিজেনরা।

সেবির মতো আর্থিক প্রতিষ্ঠানে ‘মোদী-ঘনিষ্ঠ’, হিন্ডেনবার্গ কী বিরোধীদের দাবিকেই মান্যতা দিল?

মূলত পাকিস্তানের শিশুদের মধ্যে ফুটবলের জনপ্রিয়তা আরও বাড়িয়ে তাঁদের প্রশিক্ষিত করলে ফুটবলে উন্নতির সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তিনি। পাশাপাশি আগামী অলিম্পিকে আরও মেডেল আশা করেছেন বিলাওয়াল। স্বাভাবিক ভাবেই বিলাওয়ালের এই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় ঠাট্টা শুরু হয়েছে। খেলায় দুর্নীতি নিয়েও কটাক্ষ করছেন তাঁরা।