প্রতি বছর স্বাধীনতা দিবস অর্থাৎ ১৫ অগস্টে ভারতের অটোমোবাইলের বাজার বেশকিছু নতুন চমক থাকে। এবারও তার অন্যথা হবে না। ওইদিন থার-এর (Thar) পাঁচ দরজা ভার্সন এনে বাজার কাঁপানোর ঘুঁটি সাজাচ্ছে মাহিন্দ্রা (Mahindra)। নয়া মডেলটি মাহিন্দ্রা থার রক্স (Mahindra Thar Roxx) নামে হাজির হবে। ইতিমধ্যে এর সামনের ডিজাইনের সঙ্গে পরিচয় ঘটিয়েছে সংস্থা। এবারে গাড়িটির ভেতরের বৈশিষ্ট্য সম্পর্কে হদিশ দিল কোম্পানি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
Mahindra Thar Roxx : ফিচার্স
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, মাহিন্দ্রা থার রক্স-এ গুরুত্বপূর্ণ ফিচার্স হিসেবে থাকছে কন্ট্রাস্ট ইয়েলো স্টিচিং সহ একটি সফট-টাচ ড্যাশবোর্ড, একটি প্যানোরামিক সানরুফ এবং ক্রুজ কন্ট্রোল। এছাড়া অফ-রোডিংয়ের সক্ষমতা বাড়াতে দেওয়া হয়েছে ইলেকট্রনিক্যালি লকিং রিয়ার ডিফারেন্সিয়াল, ভেন্টিলেটেড সিট, একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, বৃহত্তর টাচস্ক্রিন, প্রিমিয়াম হারমান কার্ডন সাউন্ড সিস্টেম, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এবং লেদারেট আপহোলস্টেরি।
Eye-catching design. Debuts soon.
Make way for the new Q.#AudiIndia #AudiVorsprungDurchTechnik #StayTuned pic.twitter.com/EibXuyTx7R— Audi India (@AudiIN) August 10, 2024
Mahindra Thar Roxx : এক্সটিরিয়র
৫-ডোর ভার্সনের মাহিন্দ্রা থার রক্স-এর সামনের অংশে বেশ কিছু পরিবর্তন ঘটিয়েছে মাহিন্দ্রা। বাম্পারে কোন বদল ঘটানো না হলেও নতুন দেওয়া হয়েছে ৬-স্লট গ্রিল। কিন্তু বাম্পারে আগের মডেলের ন্যায় কালো রঙের দেখা মিলবে না। এলইডি ডিআরএল-এও পরিবর্তন থাকছে। এখন আর এটি হেডলাইটের সঙ্গে যুক্ত নয়। এছাড়া নতুন প্রোজেক্টর সার্কুলার এলইডি হেডল্যাম্পের দেখা পাওয়া গিয়েছে।
অন্যদিকে নতুন ডায়মন্ড-কাট অ্যালয় হুইলের সঙ্গে আসছে থার রক্স। লোয়ার ভ্যারিয়েন্টে থাকছে স্টিল হুইল ও হুইল কভার। পেছনের দরজার সি-পিলারে ডোর-হ্যান্ডেল উপস্থিত। আবার টেলল্যাম্পের নকশাতেও নতুনত্ব পরিলক্ষিত হবে।
থাকছে স্পোর্টি লুক, আর কী বৈশিষ্ট্যের সঙ্গে আসছে ওলার ই-বাইক
Mahindra Thar Roxx : ইঞ্জিন
Mahindra Scorpio N, Thar এবং XUV700-তে ব্যবহৃত ইঞ্জিনের সাথেই আসছে মাহিন্দ্রা থার রক্স। অতএব, একটি ২.২-লিটার ডিজেল ইঞ্জিন এবং একটি ২.০-লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন থাকবে। একটি ৬-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স এবং একটি ৬-স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক ট্রান্সমিশন থাকছে।