ISL: নওরেম সিং’র জোড়া গোলে জয় পেল এসসি ইস্টবেঙ্গল

বুধবার এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচের ৯ মিনিটে নওরেম সিং’র গোলে এগিয়ে যায় এসসি ইস্টবেঙ্গল,এফসি গোয়ার বিরুদ্ধে। পাল্টা ৩৭ মিনিটে নোগুয়েরা আলবার্তোর গোলে ১-১ গোলের সমতায়…

east-bengal-win

বুধবার এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচের ৯ মিনিটে নওরেম সিং’র গোলে এগিয়ে যায় এসসি ইস্টবেঙ্গল,এফসি গোয়ার বিরুদ্ধে। পাল্টা ৩৭ মিনিটে নোগুয়েরা আলবার্তোর গোলে ১-১ গোলের সমতায় ফিরে আসে গোয়া।

কিন্তু প্রথমার্ধের বিরতির ৮ মিনিট আগে ফের লাল হলুদ শিবিরের হয়ে গোল করে নওরেম সিং। নওরেমের জোড়া গোলে ভর করে ম্যাচের প্রথমার্ধে ১-২ গোলে লাল হলুদ সমর্থকদের দিল জিতে নেয় স্প্যানিয়ার্ড হেডকোচ মারিও রিভেরা। শেষ পর্যন্ত এফসি গোয়ার বিরুদ্ধে ৯০ মিনিটের খেলা অতিরিক্ত ১০ মিনিটে গড়ায়।

Advertisements
   

অবশেষে, লাল হলুদ সমর্থকদের কাছে আসে বহু কাঙ্ক্ষিত প্রথম জয়ের মূহুর্ত। চলতি ইন্ডিয়ান সুপার লীগের(ISL) ১২ নম্বর ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই লড়ে ১-২ গোলে এফসি গোয়াকে হারিয়ে, এসসি ইস্টবেঙ্গল তিন পয়েন্ট পেয়ে লীগ টেবিলে দশম স্থানে উঠে আসল।