যে-সে নয়, ভারতের একমাত্র এই কুলিরই রয়েছে দু’জন বন্দুকধারী দেহরক্ষী!

বিহারের ভোজপুরের বাসিন্দা ধর্মদাস যাদব। জনপ্রিয় ‘ধর্মদাস ভাই’ নামে। পেশায় পাটনা স্টেশনের কুলি ধর্মদাস। পরিচিত লাল পোশাকেই তাঁকে দেখা যায় মাল বহন করতে। কিন্তু, তবুও…

India-s only coolie Dharmadas has a bodyguard, যে-সে নয়, ভারতের একমাত্র এই কুলিরই রয়েছে দু'জন বন্দুকধারী দেহরক্ষী!

বিহারের ভোজপুরের বাসিন্দা ধর্মদাস যাদব। জনপ্রিয় ‘ধর্মদাস ভাই’ নামে। পেশায় পাটনা স্টেশনের কুলি ধর্মদাস। পরিচিত লাল পোশাকেই তাঁকে দেখা যায় মাল বহন করতে। কিন্তু, তবুও আর পাঁচজন কুলির থেকে আলাদা ধর্মদাস। রীতিমত হাইপ্রোফাইল কুলি ধর্মদাস! পাটবা স্টেশনে এই কুলির রয়েছে দু’জন বন্দুকধারী দেহরক্ষী! পাটনা আরপিএফের একজন সশস্ত্র কনস্টেবল ও পুলিশের এক বন্দুকধারী কুলী ধর্মদাসকে সবসময় পাহাড়া দেয়।

কেন ধর্মদাসের সঙ্গে রয়েছেন দেহরক্ষীরা? এর নেপথ্যে রয়েছে বছর এগারোর আগের ভয়াবহ ঘটনা। ২০১৩ সালের ১৩ অক্টোবর। পাটনা জংশন স্টেশনের শৌচালয় সিরিয়াল বোমা বিস্ফোরণের সাক্ষী ছিল ধর্মদাস। টানা বিস্ফোরণে তখন স্টেশন হাজির সকলের দিশেহারা অবস্থা। সকলে প্রাণভয়ে ছুটছেন। তখন সাহসী ধর্মদাস ভয় পাননি। বরং, বিস্ফোরণের শব্দ আঁচ করে সোজা চলে গিয়েছিলেন স্টেশনের শৌচালয়ে। ধরে ফেলেছিলেন সেখানে লুকিয়ে থাকা আততায়ী ইমতিয়াজ আনসারিকে। তখন সে পালানোর চেষ্টা করছিল।

   

ইমতিয়াজকে টানা জেরায় জানা যায় যে, ওইদিনই গান্ধী ময়দানে আরেকটি বিস্ফোরণের পরিকল্পনা ছিল। সেদিন ওই অঞ্চলে প্রধানমন্ত্রী মোদীর সভার কথা ছিল। যা বানচাল হয়ে যায়।

ইমতিয়াজের ধরা পড়ার পরই বিপাকে পড়ে আততায়ীরা। বারংবার হুমকির মুখে পড়তে ওই বিস্ফোরণের একমাত্র সাক্ষী কুলি ধর্মদাসকে। এরপরই ওই কুলীকে দেহরক্ষীর সুরক্ষা দেওয়া হয়। জিআরপি ও জেলা পুলিশ ধর্মদাসকে নিরাপত্তা দেয়।

ধর্মদাস বলেছিলেন, ‘সশস্ত্র পুলিশ আমার সঙ্গে সবসময় থাকে। রাতে ঘুমোতে যাওয়ার সময় আমি তাদের চলে যেতে বলি। স্টেশনের কাছে যাতে আমি তাকতে পারি ও দেহরক্ষীরা যাতে সময়সময় আমার কাছে থাকেন তার জন্য রেলের কাছে আমি জায়গা চেয়েছি। আর আমার সাহসিকতার জন্য আমার পুত্রকে রেলে চাকরি দেওয়ার অনুরোধ করেছি।’

স্টেশনের শৌচালয়ে শুধু আততায়ীকেই ধরেননি ধর্মদাস, তাজা দুটো বোমার খোঁজও পুলিশকে দিয়েছিলেন তিনি। ফলে আরও তাজা প্রাণ বেঁচে যায়। পাটনা আরপিএফ ইন্সপেক্টর সুশীল কুমারের কথায়, ‘ধর্মদাস ভাল মানুষ। কাজের ব্যাপারে খুবই সতর্ক। মাল বহনের সঙ্গে মানুষদের সহায়তাও করেন।’