২০২৯ সাল নিয়ে বড় ভবিষ্যৎবাণী করলেন অমিত শাহ

২৪-এর লোকসভা ভোট মিটেছে মাত্র দু মাসই হয়েছে। এরই মাঝে ২০২৯ সালে কী হবে তা নিয়ে আজ রবিবার বড়সড় ভবিষ্যৎবাণী করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ…

২৪-এর লোকসভা ভোট মিটেছে মাত্র দু মাসই হয়েছে। এরই মাঝে ২০২৯ সালে কী হবে তা নিয়ে আজ রবিবার বড়সড় ভবিষ্যৎবাণী করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আর অমিত শাহ যা দাবি করলেন তা শুনে সকলেরই চোখ কপালে উঠে গিয়েছে।

আজ পাঞ্জাবের চণ্ডীগড়ে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “আমি আপনাদের আশ্বস্ত করছি, বিরোধীরা যা খুশি করুক, ২০২৯ সালে ফের এনডিএ আসবে, মোদীজি আসবেন। বিরোধীরা জানে না যে এই নির্বাচনে কংগ্রেস তিনটি নির্বাচনে যত আসন পেয়েছে, তার চেয়ে বেশি আসন পেয়েছে বিজেপি।”

   
চণ্ডীগড়ে অমিত শাহ

বিগত বেশ কিছু সময় ধরেই অশান্ত হয়ে উঠেছে ভারত। যারপর কেন্দ্রে নবগঠিত এনডিএ সরকারের পতন আসন্ন তা নিয়ে বারবার দাবি করছে বিরোধীরা। তবে এবার বিরোধীদের তাঁদের ভাষাতেই পাল্টা জবাব দিলেন অমিত শাহ। তিনি বলেন, ‘যারা অস্থিতিশীলতা ছড়াতে চায়, তারা বারবার বলছে, এই সরকার টিকবে না। আমি তাদের আশ্বস্ত করতে এসেছি যে সরকার কেবল তার মেয়াদ পূর্ণই করবে না, বরং পরবর্তী সরকার এনডিএ-রই হবে। বিরোধীরা বিরোধীই থাকবে। বিরোধীদের কীভাবে কাজ করতে হয় সেটার পদ্ধতিও শিখতে হবে।’

এদিন চণ্ডীগড়ে মণিমাজরার শিবালিক গার্ডেনে ২৪x৭ জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ‘আজ যে প্রকল্পের উদ্বোধন হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে জনগণকে পাওয়া যাবে। আজ থেকে বোনদের আর অ্যালার্ম দিতে হবে না, কারণ ট্যাপ অন করলেই জল পাওয়া যাবে। কোনো ট্যাংকার থাকবে না। এর জন্য ৭৫ কোটি টাকা খরচ করা হয়েছে। এতে ১ লক্ষেরও বেশি মানুষ উপকৃত হবেন।’