গত মরসুমে আইলিগ চ্যাম্পিয়ন হয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। সেই সুবাদে ইন্ডিয়ান সুপার লিগের ছাড়পত্র চলে আসে ময়দানের এই প্রধানের কাছে। তবে দেশের এই প্রথম ডিভিশনের টুর্নামেন্টে অংশগ্রহণ করার ক্ষেত্রে দেখা দেয় একাধিক সমস্যা। যা নিয়ে কয়েক সপ্তাহ ধরে অস্বস্তির পরিবেশ তৈরি হয়েছিল ক্লাবের অন্দরে। তবে এবার শ্রাচী গ্ৰুপের হাত ধরে স্বতি ফিরেছে সাদা-কালো শিবিরের।
আসন্ন দুইটি মরসুমের জন্য ময়দানের এই তৃতীয় প্রধানের সঙ্গে যুক্ত হয়েছে এই লগ্নিকারী সংস্থা। সূত্র মারফত খবর, ৩০.৫ শতাংশ শেয়ারের বিনিময়ে আগামী দুই বছরে প্রায় ৩৫ কোটি টাকা প্রদান করবে শ্রাচী স্পোর্টস। সেই মর্মে বৃহষ্পতিবার একটি মৌ চুক্তি স্বাক্ষরিত করেছেন লগ্নিকারী সংস্থার কর্নধার রাহুল টোডি। যা নিয়ে ব্যাপক উচ্ছসিত মহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক কর্তারা।
জানা গিয়েছে এই গোটা বিষয়টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবাক লাগলেও এটাই সত্যি। বলাবাহুল্য, গত কয়েক বছরে ইনভেস্টর এনে দেওয়ার ক্ষেত্রে ময়দানের আরেক প্রধান তথা ইস্টবেঙ্গল ক্লাবকে যথেষ্ট সহযোগিতা করেছিলেন তিনি। এমনকি তাঁদের বর্তমান সংস্থা তথা ‘ইমামি’র সঙ্গে লাল-হলুদের চুক্তি স্বাক্ষরিত হওয়ার ক্ষেত্রে ও সক্রিয় ভূমিকা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের।
সেই ধারা বজায় রেখেই এবার মহামেডানের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। সেই নিয়েই শুক্রবার নিজেদের সোশ্যাল সাইট থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানায় সাদা-কালো শিবির। তাঁরা বলেন, ‘আমরা প্রচন্ড খুশি যে মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতায় মহামেডান স্পোর্টিং ক্লাব এই বছর আইএসএল খেলতে সক্ষম থেকেছে। খুব শীঘ্রই আমাদের বিদেশী ক্লাবগুলি দলের সঙ্গে যোগদান করবেন। আমরা এই বছর আই লিগ জিতে আইএসএল খেলার যোগ্যতা অর্জন করেছি। এক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।’
এছাড়াও তাদের তরফে আরও জানানো হয়, ‘আগামী কয়েক সপ্তাহের মধ্যেই মহামেডান স্পোর্টিং ক্লাবের অংশগ্রহণের কথা ঘোষণা করে দেওয়া হবে। তাছাড়া অফিসিয়াল লঞ্চের জন্য সম্পূর্ণ ডকুমেন্টেশন সম্পূর্ণ হলে আমরা তাঁর সাথে দেখা করব। এছাড়াও আমরা সৌরভ গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ জানাই পুরো প্রক্রিয়ায় তার প্রচুর সাহায্যের জন্য।’
🚨 𝐎𝐅𝐅𝐈𝐂𝐈𝐀𝐋 𝐀𝐍𝐍𝐎𝐔𝐍𝐂𝐄𝐌𝐄𝐍𝐓 🚨#JaanJaanMohammedan 💪🏼#BlackAndWhiteBrigade 🤍🖤 #IndianFootball #ISL #CFL2024 pic.twitter.com/Be9QG5kZfo
— Mohammedan SC (@MohammedanSC) August 2, 2024
এই নিয়ে শ্রাচী গ্ৰুপের এক কর্তা বলেন, ‘মুখ্যমন্ত্রী সকল ইনভেস্টরকে বলেছিলেন মহামেডানের পাশে এসে দাঁড়াতে। সেখান থেকেই পরবর্তীতে কথাবার্তা শুরু হওয়া তারপর তাঁর কথাতেই এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের মধ্যস্থতায় আমরা শ্রাচী পরিবার মহামেডানের সঙ্গে যুক্ত হয়েছি।’
তিনি আরও বলেন, মহামেডান চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে। আমরা এবার ভালো ফুটবল উপহার দেব। আমাদের আইলিগ জয়ী কোচ রয়েছেন । তাছাড়া ভালো বিদেশি ফুটবলারদের সই করানো হয়েছে। এছাড়াও কাশিমভ এবং অ্যালেক্সিসকে রিটেন করানো হয়েছে। আশা করি সকলেই ভালো পারফরম্যান্স করবে।’