Mohun Bagan: বাস্তব রায়কে ফেরানোর পথে মোহনবাগান?

কলকাতা ফুটবল লিগে মোহনবাগানের (Mohun Bagan) এই দশা শেষ কবে দেখা গিয়েছিল বলা মুশকিল। লিগ টেবিলের প্রথম দিকে থাকার বদলে সুপার জায়ান্ট ঘোরাফেরা করছে ক্রম…

Bastab Roy coaching role speculation in mohun bagan

কলকাতা ফুটবল লিগে মোহনবাগানের (Mohun Bagan) এই দশা শেষ কবে দেখা গিয়েছিল বলা মুশকিল। লিগ টেবিলের প্রথম দিকে থাকার বদলে সুপার জায়ান্ট ঘোরাফেরা করছে ক্রম তালিকার নিচের দিকে। ক্যালকাটা পুলিশের বিরুদ্ধেও ড্র। জয়ের ধারা ধরে রাখতে পারেনি মোহনবাগান সুপার জায়ান্ট।

   

Sumit Rathi: ৬ বছর কলকাতায় থেকেও কলকাতার চাপ সামলাতে পারলেন না সুমিত 

পিয়ারলেসের বিরুদ্ধে জয় লাভ করার পরের ম্যাচেই হোঁচট খেয়েছে দল। মোহনবাগান সমর্থকদের একাংশ চাইছেন বদল করা হোক রিজার্ভ দলের কোচ। ডেগি কার্ডজা গোয়ায় সাফল্য পেলেও কলকাতায় নিজের নামের প্রতি এখনও সুবিচার করতে পারেননি। এরই মধ্যে সবুজ মেরুন অনুশীলনে দেখা গিয়েছে বাস্তব রায়কে।

সব ঠিক থাকলে ডুরান্ড কাপের সময়েও হয়তো মাঠের ধারে তাঁকে দেখা যাবে। বাস্তব বেঞ্চে ফিরবেন কি না সে ব্যাপারে সিনিয়র দলের হেড কোচ হোসে মোলিনার সিদ্ধান্ত হবে গুরুত্বপূর্ণ। কলকাতা ফুটবল লিগেও কি বাস্তব রায়কে ক্লাবের কোনও দায়িত্বে দেখা যেতে পারে? এখনই এই সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে।

Mohun Bagan: বাঙালি কোচের কাছেই জব্দ সুপার জায়ান্ট

ডেগি কার্ডজাকে আরও একটু সময় দিতে পারেন মোহনবাগান সুপার জায়ান্টের কর্তারা। সবুজ মেরুন শিবিরে দ্রুত কোচ বদল করার নজির সম্প্রতি নেই। হুয়ান ফেরান্দোকে সরানোর দাবি উঠেছিল সমানে। তখনও কোচের পাশে থেকেছিলেন কর্তারা। আশা করা যায় ডেগির পাশেও ক্লাব থাকবে। কলকাতা ফুটবল লিগে এখনও অনেক ম্যাচ বাকি। ঘুরে দাঁড়াতে পারলে বাগানে প্রবেশ করবেন স্বস্তির হাওয়া।