Mohun Bagan: আইএসএল জিততে বিশেষ অনুশীলন বাগান বাহিনীর

হাতে মাত্র আর একটা দিন। তারপরেই সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ইন্ডিয়ান সুপার লিগের ফাইনাল ম্যাচ খেলতে নামবে দুই হেভিওয়েট দল। একদিকে রয়েছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান…

Mohun Bagan's Special Training

হাতে মাত্র আর একটা দিন। তারপরেই সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ইন্ডিয়ান সুপার লিগের ফাইনাল ম্যাচ খেলতে নামবে দুই হেভিওয়েট দল। একদিকে রয়েছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস অন্যদিকে, গতবারের শিল্ড জয়ী দল মুম্বাই সিটি এফসি। এই ম্যাচের জন্যই গত কয়েকদিন ধরে প্রবল উন্মাদনা দেখা দিয়েছে সমর্থকদের মধ্যে।

যার প্রভাব ও পড়েছে বক্স অফিসে। অনলাইন মাধ্যমে মোহনবাগান ম্যাচের টিকিট ছাড়ার কিছু সময়ের মধ্যেই সোল্ড আউট হয়ে গিয়েছে সেগুলি। তবুও মিটছে না টিকিটের হাহাকার। নিজেদের প্রিয় দলের এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে মরিয়া সকলেই।

   

তাই সবরকম ভাবেই টিকিটের খোঁজ চালাচ্ছে দলের সমর্থকরা। বর্তমানে কঠোর অনুশীলনে মগ্ন বাগান দলের ফুটবলাররা। গত কয়েকদিন আগেই নিজেদের ঘরের মাঠেই শক্তিশালী মুম্বাই থেকে পরাজিত করে এবারের শিল্ড জয় করে মোহনবাগান। যা নিঃসন্দেহে বড়সড়ো পাওনা ছিল সমর্থকদের কাছে। এবার সেই জয়ের ধারা বজায় রেখেই আইএসএল ট্রফি জিততে চাইছে গঙ্গা পাড়ের এই ফুটবল ক্লাব।

অপরদিকে, বদলা নেওয়ার ভাবনা পেট্রো ক্র্যাটকির মুম্বাইসিটি এফসির। এই মোহনবাগানের কাছে আটকে গিয়েই এবারের শিল্ড ছাড়া হয়েছে তাদের। এবার সেই মাঠেই মেরিনার্সদের আটকে দিয়ে খেতাব জয় করতে চায় দিয়াজ ব্রিগেড।

তবে গতবারের মতো এবারও খেতাব ধরে রাখতে চায় মোহনবাগান শিবির। দলের সকল ফুটবলারদের নিয়ে কঠোর অনুশীলন করাচ্ছেন সহকারী কোচ ম্যানুয়েল। এক্ষেত্রে মূলত সেটপিসের দিকেই বাড়তি নজর রয়েছে তাদের। বলাবাহুল্য, গত কয়েক ম্যাচ ধরেই গোল করে আসছেন অজি বিশ্বকাপার জেসান কামিন্স। এবারও তার উপরেই ভরসা রাখতে চলেছেন কোচ। এছাড়া আনোয়ার আলীর উপরেও থাকবে বড় দায়িত্ব।