দীর্ঘ অপেক্ষার অবসান। সোমবার নিজেদের সোশ্যাল সাইট থেকে জেমি ম্যাকলারেনের (Jamie Maclaren) যোগদানের কথা জানিয়ে দিল মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। চার বছরের চুক্তিতে ভারতের এই ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ান বিশ্বকাপার। তাঁর উপস্থিতিতে আগের থেকে অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে বাগানের আক্রমণভাগ। পূর্বে ‘এ লিগে’ পাঁচবার সোনার বুট জিতেছেন এই তারকা। পাশাপাশি তাঁর প্রাক্তন ক্লাব মেলবোর্ন সিটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ও থেকেছেন তিনি।
যা থেকে স্পষ্ট, সবুজ-মেরুন জার্সিতে ঠিক কতটা ভয়ঙ্কর হতে চলেছেন ম্যাকলারেন। তাঁর দলে যোগদানে এক নজীরবিহীন ঘটনার সাক্ষী থাকতে চলেছে আইএসএল।একসাথে তিন বিশ্বকাপারকে দেখা যেতে চলেছে জোসে মোলিনার দলে। দিমিত্রি পেট্রতোস, জেসন কামিন্সের পর এবার জেমি ম্যাকলারেন। যা ব্যাপক চাপে রাখবে প্রতিপক্ষ দল গুলিকে।
মোহনবাগানের সঙ্গে যুক্ত হয়ে এই অজি বিশ্বকাপার বলেন, ‘ ইয়ান হিউম যখন আইএসএল খেলতেন, তখন থেকেই আমি অস্ট্রেলিয়ার একটি চ্যানেলে ভারতের ফুটবল ম্যাচ গুলি দেখতাম। বেশকিছু বিখ্যাত ফুটবলারদের আমি খেলতে দেখেছি। কিন্তু মোহনবাগানে খেলতে আসার পিছনে আমার কাজ করেছে ঐতিহ্য, ইতিহাস এবং ট্রফি জেতার ইচ্ছাশক্তি। যা আমার মানসিকতার সঙ্গে সর্বদা মেলে। অস্ট্রেলিয়াতে আমি অনেক কিছু পেয়েছি। বহু সম্মান অর্জন করেছি। তাই দেশের বাইরে আমি এমন একটা দলের সঙ্গে যুক্ত হতে চেয়েছিলাম যে দলের ফুটবলার ও স্টাফেরা ইতি মধ্যেই নিজেদের প্রমান করেছেন।’
ম্যাকলারেন আরো বলেন, ‘ মোহনবাগান সদস্যদের ভালোবাসা, আবেগ ও উচ্ছ্বাস আমাকে এখানে টেনে এনেছে। মেরিনার্সদের সামনে মাঠে নামার জন্য মুখিয়ে আছি। তাছাড়া মাঠের বাইরে ও আমার একটা আগ্ৰহ আছে। সেটা আমার সঙ্গে আমার স্ত্রীর ও আছে। তা হল ভারতীয় খাবার। ভারতীয় খাবার আমার খুব প্রিয়। দেশে পৌঁছে কিছু ভালো খাবার খাওয়ার জন্য মুখিয়ে আছি।’