নিজেকে তৈরি রাখছেন জেমি ম্যাকলারেন (Jamie Maclaren)। দুই মরসুমের মাঝে এখন ফাঁকা সময়। ইন্ডিয়ান সুপার লিগের বহু ফুটবলার কাটাচ্ছেন অবসর সময়। জেমি ম্যাকলারেন অবসর সময় কাটাচ্ছেন ট্রেনিং করে। নিজের ট্রেনিং করার ভিডিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
East Bengal: ইস্টবেঙ্গলকে বিদায় জানিয়ে অন্য ক্লাবে বিনোর ছাত্র
মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দিতে চলেছেন মেলবোর্ন সিটি এফসির কিংবদন্তি জেমি ম্যাকলারেন। নতুন মরসুম শুরু হওয়ার আগে নিজেকে ফিট রাখছেন তিনি। নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে পোস্ট করেছেন ট্রেনিং করার ভিডিও। বল পায়ে অনুশীলন করতে দেখা গিয়েছে জেমিকে। বক্সের বাইরে থেকে শ্যুটিং প্র্যাকটিস করছেন তিনি। থ্রি ম্যান ওয়াল রেখে জালে বল জড়ানোর অনুশীলন করছেন ম্যাকলারেন।
২০১৯ সালের জানুয়ারিতে জার্মান ক্লাব এসভি ডার্মস্টাড ৯৮ থেকে সিটিতে যোগ দেওয়ার পর ম্যাকলারেন ক্লাবটিতে তার সাড়ে পাঁচ বছরের মেয়াদে অসাধারণ সাফল্য অর্জন করেছেন। সিটির পক্ষ থেকে নিশ্চিত করেছে তাঁর বিদায় সংবাদ। এরপরেই শুরু হয়েছে জল্পনা। আগামী দিনে কোন ক্লাবের হয়ে খেলবেন তিনি। সিটিতে থাকাকালীন ম্যাকলারেন ১৬৩ ম্যাচে ১১৫ গোল করেছেন। এই সময়কালের মধ্যে ক্লাবটিকে তিনটি প্রিমিয়ারশিপ এবং একটি চ্যাম্পিয়নশিপ জিততে সাহায্য করেছেন ম্যাকলারেন।
🔴🟢- Jamie Maclaren back to action !! pic.twitter.com/uFp8FShjX1
— 𝘼𝙧𝙠𝙤 𝙈𝙖𝙟𝙪𝙢𝙙𝙖𝙧 𝙀𝙁 𝕏 (@arkomajumdaref) July 18, 2024
Transfer News: ক্লেইটন-দিমিদের বিরুদ্ধে খেলবেন মেসি-নেইমারকে মাটি ধরানো ফুটবলার!
ম্যাকলারেন একমাত্র খেলোয়াড় যিনি এ-লিগের ইতিহাসে কোনও একটি ক্লাবের হয়ে ১০০ বা তার বেশি গোল করেছেন। ম্যাকলারেন টুর্নামেন্টে টানা চারটি গোল্ডেন বুট জিতেছেন। এ-লিগের সর্বকালের সেরা গোলদাতা হিসাবে অস্ট্রেলিয়ান ফুটবল ইতিহাসে নিজের জায়গা পাকা করেছেন।