মোহনবাগান সুপার জায়ান্টে (Mohun Bagan) আসতে চলেছেন গ্রেগ স্টুয়ার্ট (Greg Stewart)। বাগানে স্কটিশ ফুটবলারের আগমন শুধু সময়ের অপেক্ষা। মোহনবাগানে এর আগে স্কটল্যান্ডের ফুটবলার খেলে গিয়েছেন। তিনি ড্যারেল ডাফি (Darryl Duffy)।
বিশ্বকাপে গোল করা ফুটবলারকে সই করিয়ে চমক দিল ম্যাকলারেনের প্রাক্তন ক্লাব
মোহনবাগান ক্লাবের সবুজ মরুন জার্সি পরে বেশ কিছু ম্যাচ খেলেছিলেন ড্যারেল ডাফি। কিন্তু দলকে আই লিগ সেরা করতে পারেননি। আই লিগের ২০২৬-১৭ মরসুমে চমক দিয়েছিলেন আইজল এফসি। খালিদ জামিলের কোচিংয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আইজল। আইজল চ্যাম্পিয়ন হলেও ওই মরসুমের টুর্নামেন্টে সবথেকে কম ম্যাচ হেরেছিল মোহনবাগান।
২০২৬-১৭ আই লিগে মোহনবাগান হেরেছিল মাত্র দু’টি ম্যাচ, আইজল হেরেছিল তিন ম্যাচে। ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আইজল এফসি। সমসংখ্যক ম্যাচে মোহনবাগান পেয়েছিল ৩৬ পয়েন্ট। আইজলের তুলনায় মোহনবাগানের ড্র করা ম্যাচের সংখ্যা ছিল বেশি। সেটাই পার্থক্য গড়ে দিয়েছিল পয়েন্ট টেবিলে। অল্পের জন্য হাতছাড়া হয়েছিল খেতাব। ডাফি করেছিলেন ৮ গোল। ১১ গোল করে শিলং লাজংয়ের ডিপেন্ড ডিকা হয়েছিল টপ গোলস্কোরার। ইস্টবেঙ্গলের উইলিস প্লাজা করেছিলেন ৯ গোল।
জয় শাহের হাতে চলে যাচ্ছে আইসিসির দায়িত্ব! দ্রুত হতে পারে সিদ্ধান্ত
বহু ক্লাবে খেলার অভিজ্ঞতা নিয়ে সবুজ মেরুন শিবিরে যোগ দিয়েছিলেন ড্যারেল ডাফি। স্কটল্যান্ডের গ্রেগ স্টুয়ার্টেরও অভিজ্ঞতার ভাঁড়ার পূর্ণ। জামশেদপুর এফসি, মুম্বই সিটি এফসির হয়ে ট্রফি জিতেছিলেন গ্রেগ। রেঞ্জার্সের হয়ে জিতেছিলেন স্কটিশ প্রিমিয়ারশিপ। মোহনবাগান সমর্থকরা চাইবেন এই তাঁদের প্রিয় ক্লাবের হয়েও সফল হোক এই স্কটিশ ফুটবলার।