স্ত্রী প্রিয়াঙ্কার জন্মদিনে বিশেষ উপহার নিকের, পোস্টে লিখলেন…

বৃহস্পতিবার অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের জন্মদিন (Priyanka Chopra Jonas Birthday)। আজ তাঁর ৪২ এ পা দিলেন অভিনেত্রী। স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এক গুচ্ছ ছবি শেয়ার…

Priyanka Chopra

বৃহস্পতিবার অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের জন্মদিন (Priyanka Chopra Jonas Birthday)। আজ তাঁর ৪২ এ পা দিলেন অভিনেত্রী। স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এক গুচ্ছ ছবি শেয়ার করেছে স্বামী নিক জোনাস (Nick Jonas)। পোস্টার ক্যাপশনে স্ত্রীয়ের উদ্দেশ্যে একটি হৃদয়গ্রাহী বার্তাও লিখেছেন গায়ক।

পোস্টের ক্যাপশনে নিক (Nick Jonas) লিখেছেন, “তোমার মতো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি ভাগ্যবান। ভালোবাসার মানুষকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। ” গায়কের পোস্ট করা ছবিগুলো তাঁদের কাটানো ছুটির মুহূর্ত থেকে। প্রথম ছবিতে সুইমিং পুলের মধ্যে থেকে পোজ দিচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। একটি হলুদ পোশাকে দেখা যাচ্ছে তাঁকে। দ্বিতীয় ছবিতে সমুদ্রের ধারে প্রিয়াঙ্কা এবং নিককে প্রেমের মুহূর্তে একে অপরকে চুম্বন করতে দেখা যাচ্ছে। প্রিয়াঙ্কা পরে আছেন একটি হলুদ পোশাক, অন্যদিকে একটি কালো গেঞ্জি পরে আছেন নিক। তৃতীয় ছবিতে একটি সবুজ টপ এবং ট্রাউজার পরে বসে আছেন প্রিয়াবক। চোখে তাঁর রয়েছে কালো সানগ্লাস।

Priyanka Chopra and Nick Jonas

পোস্টের শেষের ছবিতে দম্পতিকে সমুদ্র সৈকতে একসঙ্গে কিছু সময় কাটাতে দেখা যাচ্ছে। একটি কালো-ধূসরের সংমিশ্রনের লং ফ্রক পরে ছিলেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার হাতে ছিল একটি কালো সানগ্লাস। অন্যদিকে। একটি সবুজ গেঞ্জি ও কালো হাফ প্যান্ট পড়েছিলেন নিক। সম্প্রতি ভারত সফরে প্রিয়াঙ্কার সঙ্গে এসেছিলেন নিক। তাঁরা অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের উৎসবে যোগ দিয়েছিলেন। রণবীর সিং এবং অন্যান্ন অভিনেতাদের সঙ্গে বরযাত্রীর মিছিলে নাচের সময় দেখা গিয়েছিল নিককে ।

শিল্পের পেশাদারিত্বের অভাব নিয়ে নিয়ে কী বললেন ঋদ্ধি?

প্রিয়াঙ্কার মা মধু চোপড়াও তাঁর মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কার একটি ছবি পোস্ট করে লিখেছেন, “বিশেষ দিনটির অনেক শুভেচ্ছা রইল। তোমার বচটা ভাল কাটুক। ” ছবিটি লাল টপ এবং সাদা ট্রাউসারে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কাকে।

Advertisements

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dr Madhu Akhouri Chopra (@drmadhuakhourichopra)

প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে তার হলিউড অ্যাকশন ছবি ‘দ্য ব্লাফের’ শুটিংয়ে ব্যস্ত। তিনি প্রায়শই সেই ছবির সেট থেকে ছবি শেয়ার করছেন। ‘দ্য ব্লাফ’ ছাড়াও প্রিয়াঙ্কা চোপড়াকে ‘হেড অফ স্টেট’-এও দেখা যাবে।