Armando Sadiku: বিরাট চমক, সাদিকুকে চূড়ান্ত করল এফসি গোয়া

Advertisements গত কয়েক মাস ধরেই দল বদলের বাজারে বারংবার উঠে এসেছে আর্মান্দো সাদিকুর (Armando Sadiku) কথা। হিসাব অনুযায়ী মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট দলের সঙ্গে…

Armando Sadiku

Advertisements

গত কয়েক মাস ধরেই দল বদলের বাজারে বারংবার উঠে এসেছে আর্মান্দো সাদিকুর (Armando Sadiku) কথা। হিসাব অনুযায়ী মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট দলের সঙ্গে আরো একটি মরসুমের চুক্তি রয়েছে এই আলবেনিয়ান ফরোয়ার্ডের। কিন্তু শেষ মরসুমে সবুজ-মেরুন জার্সিতে আশানুরূপ ফল করতে পারেননি এই তারকা। স্বাভাবিকভাবেই নতুন সিজনে তাঁকে দলে রাখার জন্য খুব একটা আগ্রহী ছিল না সবুজ-মেরুন ব্রিগেড।

   

শোনা যাচ্ছিল আসন্ন ফুটবল সিজনে মোহনবাগান ছেড়ে অন্যত্র যোগদান করতে চলেছেন এই তারকা ফুটবলার। সেইমতো অনেক আগে থেকেই তাঁকে পাওয়ার জন্য আগ্ৰহ দেখায় পাঞ্জাব এফসি। সেইমতো প্রাথমিক কথাবার্তা ও শুরু করে এই ফুটবল ক্লাব। পরবর্তীতে এই হাইপ্রোফাইল ফুটবলারকে পাওয়ার জন্য আসরে নামে কেরালা ব্লাস্টার্স থেকে শুরু করে এফসি গোয়ার মতো শক্তিশালী ক্লাব।

Advertisements

যদিও একটা সময় বাকিদের থেকে অনেকটাই এগিয়ে ছিল পাঞ্জাব এফসি। অনেকেই মনে করেছিলেন আসন্ন সিজনে হয়ত এই ক্লাবেই খেলতে দেখা যাবে আলবেনিয়ার এই ফুটবলারকে। কিন্তু এবার উঠে আসলো এক নয় তথ্য। জানা গিয়েছে,‌ সবুজ-মেরুন ছেড়ে মানালো মার্কেজের এফসি গোয়ায় সই করতে চলেছেন সাদিকু। কথাবার্তা ও নাকি এগিয়ে গিয়েছে অনেকটা দূর।

সব ঠিকঠাক থাকলে কয়েকদিনের মধ্যেই বাগানের এই বিদেশি ফরোয়ার্ডের কাছে চুক্তিপত্র পাঠাবে এফসি গোয়া। যা নিঃসন্দেহে বড়সড় চমক হতে চলেছে গোয়ান ফুটবলপ্রেমীদের কাছে।