Madih Talal: লাল-হলুদের অনুশীলনে চনমনে মেজাজে মাদিহ

Advertisements মঙ্গলবার ভোর রাতে কলকাতায় বুকে পা রেখেছিলেন মাদিহ তালাল (Madih Talal)। গত কয়েক সপ্তাহ ধরেই ভিসার সমস্যায় জর্জরিত ছিলেন এই ফরাসি ফুটবলার। যারফলে, ভারতে…

Madih Talal in High Spirits During East Bengal Practice

Advertisements

মঙ্গলবার ভোর রাতে কলকাতায় বুকে পা রেখেছিলেন মাদিহ তালাল (Madih Talal)। গত কয়েক সপ্তাহ ধরেই ভিসার সমস্যায় জর্জরিত ছিলেন এই ফরাসি ফুটবলার। যারফলে, ভারতে আসতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে এই দাপুটে মিডফিল্ডারের। তবে শহরে পা রাখার পর খুব একটা সময় নষ্ট করেননি তিনি। সাময়িক বিশ্রাম নিয়েই যোগ দিয়েছেন অনুশীলনে। সেখানেই দলের সঙ্গে ফুরফুরে মেজাজে দেখা যায় মাদিহ তালালকে।

   

কিছু ঘণ্টা আগেই যে শহরে পা রেখেছেন তা বোঝা মুশকিল। এই উল্লেখ্য, গত ৩রা জুলাই থেকেই এআইএফএফ এর সেন্টার অফ এক্সিলেন্সে প্রাক মরসুম প্রস্তুতি শুরু করেছে ইমামি ইস্টবেঙ্গলের সিনিয়র দল। হেড কোচ কার্লেস কুয়াদ্রাতের তত্ত্বাবধানে অনুশীলনের প্রথম থেকেই চনমনে মেজাজে দেখা গিয়েছিল দলের ফুটবলারদের। মঙ্গলবার তাদের সঙ্গেই যুক্ত হয়েছেন এই ফরাসি ফুটবলার।

নতুন মরসুমে সাউল ক্রেসপোর পাশাপাশি মাঝমাঠের দায়িত্বে দেখা যাবে মাদিহ তালালকে। এই দুই ফুটবলারের উপস্থিতিতে অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে লাল-হলুদ ব্রিগেড। তার আগে অনুশীলনে সকলকে দেখে নিতে চাইছেন স্প্যানিশ কোচ। গত সিজনে পাঞ্জাব এফসির জার্সিতে অনবদ্য পারফরম্যান্স ছিল ফরাসি ফুটবলারের।

Advertisements

ইন্ডিয়ান সুপার লিগে সর্বোচ্চ অ্যাসিস্ট ছিল মাদিহ তালালের। স্বাভাবিকভাবেই নতুন মরসুমে তাকে দলে পাওয়ার জন্য আসরে নেমে পড়েছিল বহু ফুটবল ক্লাব।

শেষ পর্যন্ত বাজিমাত করে ইস্টবেঙ্গল। তাঁর উপস্থিতি যথেষ্ট খুশি করেছে সমর্থকদের। কলকাতায় পা রাখার পর সমর্থকদের ভালোবাসা ও উন্মাদনায় যথেষ্ট মুগ্ধ এই ফুটবলার। সেটাই উল্লেখ করেছেন নিজের সোশ্যাল সাইটে।