Job Vacancy: উচ্চ বেতনে কর্মী নিয়োগ করতে চলছে AIIMS কল্যাণী

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। কারণ পশ্চিমবঙ্গের সমস্ত জেলার চাকরি (Job Vacancy) প্রার্থীদের বিশেষ সুযোগ দিতে চলেছে AIIMS কল্যাণী। তাই এখনই আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়া…

Job Vacancy

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। কারণ পশ্চিমবঙ্গের সমস্ত জেলার চাকরি (Job Vacancy) প্রার্থীদের বিশেষ সুযোগ দিতে চলেছে AIIMS কল্যাণী। তাই এখনই আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে গত  ১০/০৭/২০২৪ তারিখে। সম্পূর্ণ তথ্য জানতে পড়তে হবে প্রতিবেদনটি।

Madhyamik: বদলে গেল মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন করার ধরন, জেনে নিন প্রক্রিয়া

   

পদের নামঃ-
প্রফেসর, অ্যাডিশনাল প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। 

শূন্যপদঃ-
১০১ টি। 

বেতনঃ-
১,০১,৫০০ টাকা থেকে ১,৬৮,৯০০ টাকা।

যোগ্যতাঃ-
শুধুমাত্র Phd উত্তীর্ণ প্রার্থীরাই এখানে আবেদনযোগ্য।

বয়সঃ-
আবেদনকারীর বয়স হতে হবে ৫০ থেকে ৫৮ বছর। তবে ওবিসি ও তপশিল জাতির প্রার্থীরা বয়সের কিছুটা ছাড় পাবে।

আবেদন মুল্যঃ-
এখানে আবেদন করার জন্য  প্রার্থীদের অনলাইনের মাধ্যমে  ৩,৫৪০ টাকা জমা করতে হবে।

মাসিক বেতন ১৪০০০০, প্রচুর শিক্ষক নিয়োগ করছে খ্যাতনামা এই সরকারি স্কুল

আবেদন পদ্ধতিঃ-
AIIMS কল্যাণীর প্রফেসর পদে আগ্রহী প্রার্থীদের কে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। এরজন্য প্রথমে AIIMS কল্যাণীর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন লিংকে ক্লিক করে নির্ভুলভাবে আবেদন পত্রটি পূরণ করতে হবে। তারপর নিজের সমস্ত ডকুমেন্টস গুলো স্ক্যান করে আপলোড করতে হবে। অবশেষে আবেদন মুল্য সহ সাবমিট করতে করতে হবে।