রাস্তা খুঁড়তেই বেরিয়ে এল লাশ, চাঞ্চল্য কলকাতায়

কলকাতাঃ খাস কলকাতার বুকে রাস্তা খুঁড়তেই বেরিয়ে এল মহিলার পচা গলা দেহ। শনিবার উত্তর কলকাতার কাশী বোস লেনে পুরসভার পাইপলাইন বসানোর কাজ চলছিল। এমন সময়…

বুড়োতলা থানা

short-samachar

কলকাতাঃ খাস কলকাতার বুকে রাস্তা খুঁড়তেই বেরিয়ে এল মহিলার পচা গলা দেহ। শনিবার উত্তর কলকাতার কাশী বোস লেনে পুরসভার পাইপলাইন বসানোর কাজ চলছিল। এমন সময় হঠাত্ রাস্তা খুঁড়তে এক মহিলার পচাগলা দেখতে পেয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তীব্র দুর্গন্ধে ছেয়ে যায় গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। কাশি বোস লেনের ১৭ নম্বর ওয়ার্ডের এই ঘটনা ঘিরে জোর শোরগোল শুরু হয়ে গিয়েছে গোটা শহরজুড়েই। দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। 

   

মানিকতলায় বিরাট ব্যবধানে জয়ের তোফা, তৃণমূলে আরও বড় দায়িত্বে কুণাল ঘোষ

ক্ষুদিরাম বোস কলেজের উল্টোদিকে ট্রাম লাইনের পাশে দিন কয়েক আগেই পাইপ লাইনের কাজ হয়েছিল। স্থানীয় সূত্রে খবর, পাইপ লাইনের কাজের জন্য রাস্তা খোঁড়া হয়। গত ৯ তারিখ পর্যন্ত কাজ হয়। ১০ তারিখ নির্বাচন থাকায় কাজ বন্ধ ছিল। বৃষ্টিতে মাটি নরম থাকায় কোনওভাবে ওই মহিলা পড়ে গিয়েছিলেন বলে প্রাথমিক তদন্তে অনুমান বড়তলা থানার পুলিশের।

লোকসভা ভোটের মাঝপথে কেঁদেছিলেন, মানিকতলা জিতিয়ে ‘চাণক্য’ সেই কুণালই

ওই মৃত্যু কি মাটি ফুঁড়ে পড়ে গিয়ে নাকি অন্য কোনও কারণে তা নিয়ে ধন্ধ বাড়ছে। সেই বিষয়টির তদন্তেই নেমেছে বড়তলা থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলে তবেই এই মৃত্যুর কারণ জানা যাবে বলে দাবি পুলিশের।