জনি কাউকোকে বিদায় জানিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। হুগো বৌমুসকে নিয়েও রয়েছে অনিশ্চিয়তা। এই পরিস্থিতিতে প্রশ্ন থাকছে, মোহনবাগান সুপার জায়ান্টের মাঝমাঠের কান্ডারি কে চলেছেন ? সোশ্যাল মিডিয়া পোস্টে উঠে এসেছে এক স্প্যানিশ মিডিওর নাম।
Joni Kauko: মোহনবাগানকে নিয়ে কাউকোর পোস্ট, কমেন্ট করলেন তিরি
সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে দাভিদ ডেল পোজোর (David Del Pozo) নাম। তাঁকে দলে নেওয়ার জন্য মোহনবাগান সুপার জায়ান্ট চেষ্টা চালাচ্ছে বলে দাবি করা হয়েছে সোশ্যাল মিডিয়া পোস্টে। ডেল পোজোর সঙ্গে বর্তমান ক্লাবের চুক্তি রয়েছে। তবে তাঁকে দলে নেওয়ার জন্য সবুজ মেরুন ম্যানেজমেন্ট ট্রান্সফার ফি দিতেও আগ্রহী বলে দাবি করা হচ্ছে। তবে দোল বদলের ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা হয়নি। মোহনবাগান এই ফুটবলারকে সই করাতে আগ্রহী সেই সম্ভাবনার কথা বলা হয়েছে।
কে এই দাভিদ ডেল পোজো ?
Mohun Bagan Super Giant are in talks with 27 years old Spanish midfielder David Del Pozo
The salary is very interesting for the player, he has one year contract left with his current club but Mohun Bagan are ready to pay his transfer fee #JoyMohunBagan #MBSG #ISL pic.twitter.com/88tVnUDfVP
— Divine Sports (@Divine_Sports09) July 4, 2024
এরিয়ানের পর Mohun Bagan ম্যাচ, মানবিকতার নজির স্থাপন করছে CFL
স্পেনের নামকরা গেতাফের যুব দল থেকে উঠে এসেছেন দাভিদ ডেল পোজো। এখন তাঁর বয়স ২৭। খেলেন মাঝমাঠে। গেতাফে ‘বি’ দলের হয়ে আশির বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। মাঝমাঠের খেলোয়াড় হলেও তাঁর নামের পাশে রয়েছে কিছু গোল। সম্প্রতি খেলেছেন রেসিং দে ফেরোল ক্লাবে। স্পেনের এই ক্লাবের হয়ে খেলেছেন চল্লিশের বেশি ম্যাচ। মূলত স্কিল এবং নিখুঁত পাসিংয়ের জন্য তিনি পরিচিত। দূর পাল্লার শটে গোল-ও করেছেন। আক্রমণ গড়ে তোলার পিছনে রাখতে পারেন অবদান। সেই সঙ্গে রয়েছে গতি। তবে দাভিদ ডেল পোজো মোহনবাগান সুপার জায়ান্টের হয়েই খেলবেন কি না সেটা বলার সময় এখনও আসেনি।