শনিবার এবং রবিবার বনগাঁ ও হাসনাবাদ শাখায় লোকাল ট্রেনের সময়সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না। শুক্রবার রাতেই রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে।
আজ রাত সাড়ে ১০টা থেকে রবিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত টানা ১২ ঘণ্টাম শিয়ালদহ ডিভিশনের বনগাঁ ও হাসনাবাদ শাখায় লোকাল ট্রেন চলাচল বন্ধের খবর জানিয়েছিল পূর্ব রেল। মধ্যমগ্রাম এবং বিরাটি স্টেশনের মাঝে একটি সেতু মেরামতির কাজ হওয়ার ফলেই আপ এবং ডাউন লাইনে পাওয়ার ব্লক থাকবে বলে ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল যে, বনগাঁ ও হাসনাবাদ শাখায় কয়েকটি লোকাল বারাসত স্টেশন অবধি যাতায়াত করবে।
বর্ষার জলে ভিজবে এবার শহরের উষ্ণতম দিনগুলি
কিন্তু, শনিবার পূর্ব রেলের তরফে জানানো হয় যে, মধ্যমগ্রাম এবং বিরাটি স্টেশনের মাঝে সেতু মেরামতির কাজ আপাতত বাতিল হয়েছে। ফলে শনিবার এবং রবিবার লোকাল ট্রেনের সময়সূচিতে কোনও বদল হচ্ছে না। তবে, কী কারণে মেরামতির কাজ বন্ধ রাখা হল এবং ফের সেটা কবে হবে তা জানানো হয়নি।
কলকাতায় বাড়েনি পেট্রোলের দাম, ডিজেল মিলবে ৯০ টাকা প্রতি লিটারে
লোকাল ট্রেন বাতিল ও রুট সংক্ষিপ্তকরণের ঘোষণায় চিন্তায় পড়েছিলেন বনগাঁ, হাসনাবাদ শাখার যাত্রীরা। বারংবার ট্রেন বাতিলের খবরে হয়রানির ফলে ট্রেনযাত্রীদের অসন্তোষ লক্ষ্য করা যায়। তবে, আপাতত রেলের ঘোষণায় স্বস্তি ওই শাকার যাত্রীদের জন্য।