প্রকাশিত হল ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন। আগামী বছর ১০ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু। পরীক্ষা চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।
একনজরে মাধ্যমিক ২০২৫-এর রুটিন-
* ১০ ফেব্রুয়ারি ২০২৫ – বাংলা (প্রথম পত্র)
* ১১ ফেব্রুয়ারি ২০২৫ – ইংরেজি (দ্বিতীয় পত্র)
* ১৫ ফেব্রুয়ারি ২০২৫ – অঙ্ক
* ১৭ ফেব্রুয়ারি ২০২৫ – ইতিহাস
* ১৮ ফেব্রুয়ারি ২০২৫ – ভূগোল
* ১৯ ফেব্রুয়ারি ২০২৫ – জীবন বিজ্ঞান
* ২০ ফেব্রুয়ারি ২০২৫ – ভৌতবিজ্ঞান
* ২২ ফেব্রুয়ারি ২০২৫ – ঐচ্ছিক বিষয়
২০২৪ সালে মাধ্যমিকে পাসের হার ৮৬.৩১ শতাংশ। মোট ৭.৬৫ লক্ষ পড়ুয়া উত্তীর্ণ হয়েছে। ৬৯৩ পেয়ে মেধা তালিকায় প্রথম কোচবিহারের চন্দ্রচূড় ঘোষ। পাসের হারে প্রথম স্থানে রয়েছে কালিম্পং। দ্বিতীয় ও তৃতীয় স্থানে পূর্ব মেদিনীপুর ও কলকাতা। কৃতীদের তালিকায় প্রথম ১০-এর তালিকায় ঠাঁই পায় ৫৭ জন পরীক্ষার্থী।
নীল শাড়ি-কাঁধে ব্যাগ-চোখে চশমা, মেট্রোয় চেপে সংসদে সাংসদ সায়নী!
সপ্তাহান্তে শিয়ালদহ ডিভিশনে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল প্রচুর লোকাল ট্রেন