গুজব উড়িয়ে হবু জামাই, জাহীর ইকবালের সঙ্গে পোজ দিলেন শত্রুঘ্ন সিনহা

শুরু হয়ে গেল সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) ও জাহীর ইকবালের (Zahir Iqbal) বিয়ের উৎসব। বৃহস্পতিবার রাতে , মুম্বাইয়ের বান্দ্রায় সোনাক্ষীর বাবা এবং বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন…

sonakshi

শুরু হয়ে গেল সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) ও জাহীর ইকবালের (Zahir Iqbal) বিয়ের উৎসব। বৃহস্পতিবার রাতে , মুম্বাইয়ের বান্দ্রায় সোনাক্ষীর বাবা এবং বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহার (Shatrughan Sinha) সঙ্গে পোজ দিলেন হবু জামাই জাহীর ইকবাল। চিত্রগ্রাহকদের জন্য হাসিমুখে ধরা দেন এই বর্ষীয়ান অভিনেতা এবং তার হবু জামাই । শত্রুঘ্ন উৎসবের সঙ্গে মিলিয়ে পোশাক পড়লেও ক্যাজুয়াল পোশাকেই ধরা দিলেন জাহীর ।

শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha) তার জামাই জাহীর ইকবালকে (Zahir Iqbal) নিয়ে গতকাল জাহীরের বাসভবনের বাইরে প্রথম উপস্থিত হন। শত্রুঘ্ন তাকে তার আশীর্বাদ করেন এবং জাহীরের বাসভবনের বাইরে পাপারাজ্জিদের জন্য পোজ দেন। এদিন সোনাক্ষী তার পরিবারের সঙ্গে জাহীরের বাড়িতে ডিনার সারেন। দিন খোশমেজাজে দেখা যায় শ্রত্রুঘ্ন সিনহাকে। এই দিন সোনাক্ষীর মা পুনামকেও দেখা গিয়েছিল। শত্রুঘ্ন, জাহীর এবং তার বাবাকে ছবির জন্য পোজ দিতে দেখা গেলেও, সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) ছবির জন্য পোজ দেননি। তিনি গাড়ি থেকে নেমে তার অ্যাপার্টমেন্টে চলে যান।

   

সম্প্রতি একটি সাক্ষাৎকারে শত্রুঘ্ন তার মেয়ের বিয়ে নিয়ে তার অসন্তুষ্ট হওয়ার গুজব উড়িয়ে দিয়ে বলেন, ” আমি অবশ্যই বিয়েতে উপস্থিত থাকব। কেন থাকব না? তার খুশিই আমার খুশি। একজন প্রাপ্ত বয়স্ক হিসেবে তার জীবন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার সিদ্ধান্ত তার আছে। এতদিন দিল্লিতে রাজনৈতিক কাজ নিয়ে ব্যস্ত থাকায় আমায় কোনও মন্তব্য করতে পারিনি। “২৩শে জুন সোনাক্ষী এবং জাহীর এর কোর্ট ওয়েডিং হবে, যার পরে মুম্বাইয়ের বাস্তিয়ানে একটি বিয়ের অনুষ্ঠান হবে। এর পর সহকর্মীদের জন্য একটি রিসেপশন দেবেন সোনাক্ষী।

সোনাক্ষী সিনহা এবং জাহীর ইকবাল ২০২২ সালের চলচ্চিত্র ‘ডাবল এক্সএল’ (Double XL)-এ সহ অভিনয় করেছিলেন। এছাড়া একটি মিউজিক ভিডিওতেও একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। সোনাক্ষী সিনহা সম্প্রতি সঞ্জয় লীলা বানসালির ম্যাগনাম অপাস ‘হিরামান্ডি’তে (Heeramandi) অভিনয় করেছেন। তিনি গত বছর রীমা কাগতির ‘দাহাদ’ (Dahaad) দিয়ে ওয়েবে সিরিজে আত্মপ্রকাশ করেছিলেন।