ফের উৎসবে ফেরার বার্তা দেবের(Dev)। কলকাতার আরজিকর কান্ড গোটা দেশ তোলপাড়। এই নৃশংস ঘটনায় বিচারের দাবিতে সরব হয়েছে সব মহল। সামনেই আসছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো । কিন্তু আরজি কর কান্ডের আবহে মন ভালো নেই কারোর। অনেকেই ঠিক করেছেন এবারের উৎসবে সামিল হবে না। এবছরের পুজোতে মুক্তি পাচ্ছে দেব অভিনীত ছবি টেক্কা। ছবির প্রোমোশানের করতে গিয়ে বারবার ট্রোলের শিকার হয়েছেন দেব, সৃজিত, স্বস্তিকা।
আরজি কর কান্ডে রাস্তায় নেমে দেব প্রতিবাদ করেছেন । বারবার ক্যাপিটাল পানিশমেন্টের দাবি করে আসছেন দেব। যাতে, দেশ থেকে ধর্ষণ-কালচার বিলুপ্তি পায়। পাশাপাশি উৎসবে ফেরার অনুরোধ করেছেন দেব । কারন উৎসবের এই পাঁচদিনের সঙ্গে অনেক মানুষের রুজিরোজকার জড়িয়ে আছে। ফের একবার উৎসবে ফেরার বার্তা দিলেন অভিনেতা।
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেব বলেন, ‘যে ঢাকিরা দশদিনের রোজগারের জন্য এখানে আসছে, তাদের তো কোনো দোষ নেই। সেও জাস্টিস চায়। অনেক ছোট ব্যবসায়ীর কাছে এই পাঁচ-ছয়দিনের ব্যবসাটা, পাঁচ-ছমাসের রোজগার। সেও জাস্টিস চায়। আমার একটা সিনেমা রিলিজ হলে, ২০-২৫জন কাজ পায়। যদি ১০০টা হলে রিলিজ করে, তার প্রভাব পড়ে ৬-৭হাজার মানুষের উপরে। মন খারাপ ঠিকই। কিন্তু সিনেমা বেশি ভালো চললে, এরাই বেশি রোজগার করবে। ওরাই তখন সিসিটিভি লাগাবে, নিরাপত্তার জন্য। সিকিউরিটি বাড়বে নারী সুরক্ষার জন্য। পুরোটাই একটা সিস্টেম। একটা জাস্টিস পাওয়ার জন্য, অনেকের সঙ্গে ইনজাস্টিস করা যায় না।’
উল্লেখ্য, আগামী ৮ অক্টোবর পুজোতে মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি টেক্কা। ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে দেব ,রুক্মিনী মৈত্র এবং স্বস্তিকা মুখোপাধ্যায়কে। ছবিতে প্রথমবারের মত একজন অপহরণকারীর ভূমিকায় দেখা যাবে দেবকে। পুলিশ অফিসারের ভূমিকায় রুক্মিণী মৈত্রকে দেখা। সূত্রের খবর স্বস্তিকা মুখোপাধ্যায়কে দেখা যাবে একজন সাংবাদিকের চরিত্রে।