প্রসূতির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল বাউড়িয়া ফোর্ট গ্লস্টার স্টেট জেনারেল হাসপাতাল চত্বর।বাউড়িয়া ফোর্ট গ্লস্টার স্টেট জেনারেল হাসপাতালে প্রসূতি বিভাগে মৃত্যু হয় চিকিৎসাধীন মমতা রাজভরের (২৬)। হাসপাতাসলের স্টাফ রুমের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন রোগীর আত্মীয়রা।
বুধবার রাতে প্রসব যন্ত্রণা ওঠায় রোগীর পরিবারের সদস্যরা তাকে ভর্তি করে উলুবেড়িয়ার বাউড়িয়া ফোর্ট গ্লস্টার স্টেট জেনারেল হাসপাতালে। কিন্তু সেখানে কোনরখম চিকিৎসা না দিয়ে স্থানান্তরিত করা হয় অন্য হাসপাতালে। যার কারণে প্রসূতির অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে। সেই প্রসূতিকে হাসপাতাল থেকে অন্যত্র নিয়ে যাওয়ার আগেই সে মারা যায়। এই ঘটনার পরেই পরিজনরা অভিযোগ তোলেন যে, হাসপাতালের গাফিলতির কারণেই তার মৃত্যু হয়েছে।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ কোন ভাবেই মানতে নারাজ যে হাসপাতালে নিয়ে আসার পর প্রসূতির মৃত্যু হয়েছে। তাদের দাবি ওই রোগীকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে। সেই কারণেই হাসপাতাল কর্তৃপক্ষ মৃতদেহ ময়নাতদন্ত করতে বললে মৃতের পরিবারের লোকজন ময়নাতদন্ত করতে অস্বীকার করেন।
এই নিয়ে ফের উত্তেজনা ছড়ায় হাসপাতালে। পরে খবর পেয়ে হাসপাতালে আসে বিরাট পুলিশ বাহিনী। এর পরেই সেখানে আসেন উলুবেড়িয়ার এসডিপিও। তিনি দীর্ঘক্ষণ মৃতার পরিবারের লোকজনদের বোঝানোর পর পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে,ঘটনার তদন্ত শুরু করে।