চিকিৎসা করাতে আসা তরুণীর প্রেমে পড়লেন খোদ চিকিৎসক। শুধু প্রেমে পড়াই না, জল গড়াল শারীরিক সম্পর্ক পর্যন্ত। প্রেমের লীলাখেলায় চিকিৎসক ভুলেই গেলেন যে তিনি বিবাহিত। তবে বিবাহ বহির্ভূত সম্পর্ক রেশ বেশ চললেও বাঁধ সাধল ওই তরুণী বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ইচ্ছে। অভিযোগ, যদিও প্রতিরাতে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার সময় বিয়ের প্রতিশ্রুতি দিলেও আসল সময় বেঁকে বসেন ওই চিকিৎসক। শুধু তাই নয়, বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৯ জুন চুঁচুড়া মহিলা থানায় একটি অভিযোগ দায়ের করেন এক তরুণী। আকাশ ঘোষ নামে এক চিকিৎসকের বিরুদ্ধে তাঁর অভিযোগ। তিনি চুঁচুড়াতেই একটি নার্সিংহোমে প্র্যাকটিস করেন। অভিযোগ সেই সূত্রেই ওই চিকিৎসকের সঙ্গে তাঁর পরিচয়। দীর্ঘদিনের সম্পর্কে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন তাঁরা। তরুণীর দাবি, চিকিৎসক তাঁকে বিয়ে করারও প্রতিশ্রুতি দেন।
তরুণীর অভিযোগ সূত্রে জানা গিয়েছে,একাধিকবার শারীরিক সম্পর্ক হওয়ার পর যখনই বিয়ের কথা বলতেন তরুণী, তখনই চিকিৎসক এড়িয়ে যেতেন। তারপর সন্দেহ হওয়ায় খোঁজ খবর করা শুরু করেন তরুণী। তিনি জানতে পারেন, ওই চিকিৎসক বিবাহিত। স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়নি এখনও। এর মধ্যেই ওই যুবতীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। তরুণীর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার অভিযুক্তকে গ্রেফতার করে চুঁচুড়া মহিলা থানা। বুধবার তাঁকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়। ধৃতের বিরুদ্ধে আইপিসি ৪১৭/৩৭৬ ও ৩৪ ধারায় মামলা রুজু হয়েছে।