কংসাবতী জল না পৌঁছানোর অভিযোগে বিডিও অফিসের সামনে বিক্ষোভ কৃষকরা

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: ‘সেচ সেবিত’ এলাকা হিসেবে সরকারিভাবে ঘোষণা থাকলেও কংসাবতী জলাধারের জল না পৌঁছানোর অভিযোগে খাতড়া বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচীতে সামিল হলেন…

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: ‘সেচ সেবিত’ এলাকা হিসেবে সরকারিভাবে ঘোষণা থাকলেও কংসাবতী জলাধারের জল না পৌঁছানোর অভিযোগে খাতড়া বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচীতে সামিল হলেন কৃষিজীবি মানুষ। বৃহস্পতিবার মারহাড়ি, পাটপুর, বড় ও ছোটো মেট্যালা, বাঁদরখোঁদা, দাঁড়শোল সহ ১৬ টি মৌজার মানুষ ওই কর্মসূচীতে অংশ নেন।

অবস্থান বিক্ষোভ কর্মসূচীতে অংশ নেওয়া মানুষের দাবি, নামেই আমাদের এলাকা সেচসেবিত। কোন কালেই কংসাবতী জলাধারের জল পৌঁছায়না। ঋণ ধার করে চাষ করা তরমুজ সহ অন্যান্য চাষাবাদ নষ্ট হতে বসেছে। আগামী শুক্রবার আপাতত জল ছাড়া বন্ধ হয়ে যাবে, এই অবস্থায় চোখের সামনে জলের অভাবে ফসল নষ্ট হতে দেখা ছাড়া উপায় নেই বলেই তারা জানিয়েছেন।

এই বিষয়ে খাতড়ার বিডিও মৌখিকভাবে সমস্যা সমাধানে বিষয়টি সংশ্লিষ্ট দফতরে জানাবেন বলে জানিয়েছেন।