যেমনটা আভাস ছিল তেমনটাই হল। কিয়ান নাসিরিকে (Kiyan Nassiri) নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করে দিল ক্লাব (Chennaiyin FC)। নতুন ক্লাবে যোগ দিলেন ‘হ্যাটট্রিক বয়’। মোহনবাগানে তারকা সমৃদ্ধ স্কোয়াড। কিয়ানের মতো তরুণ ফুটবলারের জন্য প্রথম একাদশে জায়গা করে নেওয়া কঠিন। শোনা যাচ্ছে, বেশি সংখ্যক ম্যাচ খেলার লক্ষ্য নিয়ে বাগানকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন কিয়ান নাসিরি।
CFL: মায়ের স্বপ্ন পূরণ করার জন্য নিজেকে উজাড় করে দিতে চান আলতাফ
কিয়ান নাসিরির নাম উঠে গিয়েছে ইতিহাসের পাতায়। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হ্যাটট্রিক করে হিরো হয়ে উঠেছিলেন রাতারাতি। ২৯ জানুয়ারি, ২০২২। পরিবর্ত খেলোয়াড় হিসেবে নেমেছিলেন তরুণ খেলোয়াড় কিয়ান নাসিরি। পরিচয়ে তিনি লাল-হলুদের প্রাক্তন তারকা জামিদ নাসিরির ছেলে। বাবার প্রাক্তন দলের বিরুদ্ধে হ্যাটট্রিক গোল করে নজির গড়েছিলেন।
Namma 𝑴𝒊𝒏𝒏𝒂𝒍 𝑴𝒂𝒄𝒉𝒂𝒏 is here! ⚡💙#AllInForChennaiyin #Kiyan2027 #WelcomeKiyan pic.twitter.com/yBKMCjtupl
— Chennaiyin F.C. (@ChennaiyinFC) June 14, 2024
ক্রমে সবুজ মেরুনের প্রাক্তন কোচ হুয়ান ফেরান্দোর পছন্দের ছাত্র হয়ে উঠেছিলেন কিয়ান নাসিরি। সাক্ষাৎকারে হুয়ান স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন, কিয়ানের মধ্যে তিনি দেখেছেন আগামী দিনের তারকা হওয়ার মতো রসদ। বিভিন্ন পজিশনে খেলিয়ে কিয়ান নাসিরিকে তৈরি করে নিতে চেয়েছিলেন হুয়ান। ফেরান্দোর আমালে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে অংশ নিয়েছিলেন।
Mohun Bagan: ৩৬-এও প্রথম পাঁচে মোহনবাগানের হেক্টর ইয়ুস্তে
মোহনবাগান সুপার জায়ান্টের কোচ বদল হওয়ার পর থেকে শুরু হয়েছিল কিয়ান নাসিরির দল বদলের প্রবল জল্পনা। চেন্নাইয়িন এফসির কোচ ওয়েন কয়েল প্রকাশ্যে প্রশংসায় ভরিয়েছিলেন তরুণ ফুটবলারকে। শেষ পর্যন্ত সত্যি হল জল্পনা। মোহনবাগান সুপার জায়ান্টকে বিদায় জানালেন কিয়ান নাসিরি। চেন্নাইয়িন এফসি জানিয়ে দিল, কিয়ান এখন তাদের ক্লাবের সদস্য।