অনলাইনে আসা আইসক্রিম খুলে দেখতেই চক্ষুচড়ক! ভয়ঙ্কর দৃশ্যে হাড়হিম

অইনলাইনে আইসক্রিম অর্ডার দিয়েছিলেন এক সদ্য ডাক্তারি পাশ করা যুবক। ভেবেছিলেন এই তীব্র গরমে খাওয়াদাওয়ার পর জমিয়ে আইসক্রিম খাবেন। কিন্তু অনলাইনে আসা আইসক্রিমের বাক্স খুলতেই…

ice cream

অইনলাইনে আইসক্রিম অর্ডার দিয়েছিলেন এক সদ্য ডাক্তারি পাশ করা যুবক। ভেবেছিলেন এই তীব্র গরমে খাওয়াদাওয়ার পর জমিয়ে আইসক্রিম খাবেন। কিন্তু অনলাইনে আসা আইসক্রিমের বাক্স খুলতেই তাঁর হাড়হিম করে ওঠে। অনলাইনে আসা ওই আইসক্রিমের মধ্যে থেকে উঁকি দিচ্ছে একটি আঙুল।

   

একটি সর্বভারতীয় সংবাদপত্রে প্রকাশিত খবরের সূত্র ধরে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের পশ্চিম মালাডে। ইতিমধ্যে মুম্বই পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ডাক্তার দুপুরের খাওয়ার পর একটি অইনালনে সংস্থার মাধ্যমে ইয়োমো নামক আইসক্রিম প্রস্তুককারক সংস্থা থেকে বাটারস্কচ আনিয়েছিল। কিন্তু সে বাক্স খুলতেই দেখে একটি কাটা আঙুল উঁকি দিচ্ছে তার ভেতর থেকে।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে যে, ওই কাটা আঙুলটা মানুষের বলেই মনে করা হচ্ছে। ওই কাটা অংশটিকে ফরেনসিকে পাঠানো হয়েছে। শুধু তাই নয় ওই আইসক্রিম প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে।