ভোট গণনা মিটতেই মহারাষ্ট্রে এবার বড় ঘটনা ঘটে গেল। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের (Gas Cylinder Blast) জেরে কমপক্ষে আহত হলেন ১০ জন মানুষ। যদিও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মুম্বইয়ের চেম্বুর এলাকায় সিলিন্ডার বিস্ফোরণে আহত ১০ জন বলে জানিয়েছে দমকল। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চেম্বুর ক্যাম্প এলাকার একটি দোকানে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। আহত হয়েছেন বেশ কয়েকজন। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন। চেম্বুর ক্যাম্পে যে দোকানে আগুন লেগেছে, সেটি মূল রাস্তার পাশে ছিল। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে দোকানের বাইরে পার্ক করা গাড়িগুলির জানালা ভেঙে গেছে এবং গাড়িগুলি খারাপভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
Maharashtra | 10 people injured in a cylinder blast in Mumbai’s Chembur area: Mumbai Fire Brigade
— ANI (@ANI) June 6, 2024