আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) প্রথম ম্যাচে দাপট দেখিয়েছে আয়োজক আমেরিকা (USA vs Canada)। কানাডার সঙ্গে খেলা ম্যাচে অ্যারন জোন্সের ঝড়ো ইনিংসের সৌজন্যে ১৯৫ রানের টার্গেটে সহজেই জয় পায় দলটি। ম্যাচ চলাকালীন জোন্স ছক্কার রেকর্ড গড়েছেন।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচটি হয়েছে জমজমাট। কানাডার বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় আয়োজক আমেরিকা। নভনীত ধালিওয়াল ও নিকোলাস কীর্তনের হাফসেঞ্চুরির সুবাদে ৫ উইকেটে ১৯৪ রানে পৌঁছে যায় দল। লক্ষ্য তাড়া করতে নেমে আমেরিকা শুরুতেই বিপর্যয়ের সম্মুখীন হলেও অ্যান্ড্রিস গাউস ও অ্যারন জোন্সের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
তিনবার এসিএল ইনজুরির পরেও বড় ক্লাবে খেলার স্বপ্ন দেখছেন ‘সব্জি বিক্রেতা’ তাপস
দুই ব্যাটসম্যানই পঞ্চাশ করেছেন। কানাডার বিপক্ষে যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্স ৪০ বলে অপরাজিত ৯৪ রান করেন। এসময় তিনি মোট ১০টি ছক্কা মারেন। ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ২০০৭ সালে সেঞ্চুরিতে ১০টি ছক্কা মেরেছিলেন।
এর আগে এক ইনিংসে সবচেয়ে বেশি ৫টি ছক্কা হাঁকিয়েছিল যুক্তরাষ্ট্র। ২০২১ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে গজানন্দ সিং যে রেকর্ড গড়েছিলেন, তা ভেঙে দিয়েছেন এই ব্যাটসম্যান। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ২২ বলে অর্ধশতরান করে দ্রুততম কীর্তির রেকর্ড গড়েন জোন্স। এই ম্যাচে অ্যান্ড্রিস গাউস ও অ্যারন জোন্স জুটি তৈরি করেছে অসংখ্য রেকর্ড।
East Bengal: বার্সেলোনার লা মাসিয়ার দর্শনে ইস্টবেঙ্গলকে সাজাচ্ছেন কুয়াদ্রত!
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের লক্ষ্য তাড়া করতে নেমে যুক্তরাষ্ট্র দল এখন তালিকার তিন নম্বরে উঠে এসেছে। তৃতীয় উইকেটে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ জুটি গড়েন অ্যান্ড্রিস গাউস ও অ্যারন জোন্স। আমেরিকার হয়ে এটাই যে কোনো উইকেটে সবচেয়ে বড় পার্টনারশিপ। টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম ১০০ রানের পার্টনারশিপ গড়েছে এই জুটি।