ভোট পর্বের সমাপ্তি আজ। এবার শুধু ফলাফলের অপেক্ষা। তবে এই সপ্তম দফা অর্থাৎ সমাপ্তির দিন আট রাজ্যের ৫৭ টি কেন্দ্রে ভোট ছিল।এই তালিকায় যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বারাণসী রয়েছে। ঠিক তেমনই রয়েছে পশ্চিমবঙ্গের নটি কেন্দ্রও যা চোখে পরার মত। তবে এই ভোট সমাপ্তির সন্ধ্যা থেকেই শুরু হয়ে যাবে এক্সিট পোল । তবে ২০২৪-এর এক্সিট পোল ঘোষণার আগে ২০১৪ ও ২০১৯-এর এক্সিট পোলের ফলাফলের সঙ্গে সাধারণ নির্বাচনের ফলাফল একবার দেখে নেওয়া যাক।
২০১৯-এর লোকসভা ভোটের ফলঃ-
২০১৯-এর লোকসভা নির্বাচনে লোকসভায় ৫৪৩ টি আসনের মধ্যে এনডিএ পেয়েছিল ৩৫৩ টি আসন। এর মধ্যে বিজেপি একাই পেয়েছিল ৩০৩ টি আসন। অন্যদিকে ইউপিএ পেয়েছিল ৯৩ টি আসন। এর মধ্যে কংগ্রেস পেয়েছিল ৫২ টি আসন।
২০১৪-এর লোকসভা ভোটের ফলঃ-
২০১৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পায় ৩৩৬ টি আসন। এর মধ্যে বিজেপি পেয়েছিল ২৮২ টি আসন। ইউপিএ পায় ষাটটি আসন। এর মধ্যে কংগ্রেস পেয়েছিল ৪৪ টি আসন।
এখন শুধুমাত্র দেখার পালা ২০২৪ এর ফলাফল । সেদিকেই তাকিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলি। এক্সিট পোল তার মত করে ফলাফল জানাবে ভোট সমাপ্তির দিন থেকেই। তবে সঠিক ভাবে নিশ্চিত হতে সকলে তাকিয়ে ৪ জুন ২০২৪ তারিখের দিকে।