রাজনীতি আর সম্পর্ক, সম্পর্ক আর বন্ধন, সহজ এবং সত্য! পঞ্চায়েত যেন রূপকথা

আদিত্য ঘোষ, কলকাতাঃ অনেক প্রত্যাশা নিয়ে অধীর আগ্রহে বসে ছিল অনেকেই। পঞ্চায়েত( Panchayet 3)  আসবে বলে কথা। অবশেষে রঙিন পর্দায় ফিরলেন সচিব এবং পঞ্চায়েত প্রধান।…

panchayet 3

আদিত্য ঘোষ, কলকাতাঃ অনেক প্রত্যাশা নিয়ে অধীর আগ্রহে বসে ছিল অনেকেই। পঞ্চায়েত( Panchayet 3)  আসবে বলে কথা। অবশেষে রঙিন পর্দায় ফিরলেন সচিব এবং পঞ্চায়েত প্রধান। ফিরল ফুলেরা গ্রামের সহজ সরল সম্পর্কটা। ফিরে এল পুরোনো বন্ধুত্বটা। যে সম্পর্কের বাঁধনগুলো আরও মজবুত হয়ে উঠেছে দিনের শেষে। যেখানে দিন শেষে, আরও কাছাকাছি এসেছে একে অন্যের সঙ্গে জুড়ে থাকা। এই বিশ্বাস হারানোর যুগে বিশ্বাসগুলো আরও কাছাকাছি এসেছে। চিত্রনাট্য যে এত সহজ হতে পারে, এত মসৃণ হতে পারে একটি ওয়েব সিরিজের গল্প সেটা পঞ্চায়েত না দেখলে বোঝার উপায় নেই।

প্রসঙ্গত পঞ্চায়েত ১ এবং ২ যে ঝড় তুলেছিল সেই ঝড় কিছুটা হলেও থিতু হয়েছে।গল্পের গতি একটু হলেও শ্লথ হয়েছে। কিছুটা হলেও বোরিং হয়েছে আট পর্বের এই সিরিজ তবে দিনের শেষে আবার ভাল থাকতে শিখিয়েছে পঞ্চায়েত। সম্পর্কের মানে বোঝাতে চেয়েছে পঞ্চায়েত। এই যুগে একে অন্যের পাশে দাড়াতে শিখিয়েছে পঞ্চায়েত। নয়ত এক পড়শির বাড়িতে আপনি পঞ্চাশ লাখের চেক অনায়াসে রাখতে পারবেন? এমবিএর পড়াশুনা জলাঞ্জলি দিয়ে কেউ শুধুমাত্র একটা গ্রাম কিংবা গ্রামের মানুষগুলোর টানে ফিরে আসা যায়? হয়ত গ্রামের নাম ফুলেরা হলে ফিরে আসা যায়। সেখানে রিঙ্কি নামের একটি মেয়ে থাকলে ভালবাসা যায়। সেখানে প্রহ্লাদ নামের একটি মানুষ থাকলে মন খুলে হাসা যায়। সেখানে বিকাশ নামের এক সহকারী থাকলে দিনটা ফুরফুরে হাওয়ার মতো কেটে যায়।

   

এইবার গল্প শুরু হয়েছে যে প্রেক্ষাপটে সেখানে দেখা যায় যে ট্রান্সফার হয়ে যাওয়ার মধ্যবর্তী পর্বে দাঁড়িয়ে রয়েছে সচিব অর্থাৎ অভিষেক ত্রিপাঠি। সে এমনও ভাবছে যে এইবার চাকরি থেকে ইস্তফা দিয়ে এমবিএ-এর জন্য পড়াশুনা করবে। কিন্তু তাঁর মন পড়ে আছে গ্রামে। আর গ্রামের মানুষগুলো তাঁর ট্রান্সফার আটকানোর কৌশল খুঁজছেন।পঞ্চায়েত প্রধানের মেয়ে এবং সচিবের মধ্যে কথাবার্তায় ফুটে উঠেছে এক টুকরো চাওয়া-পাওয়া। আর অন্যদিকে প্রহ্লাদকে দেখা যায় একজন মাতলের ভূমিকায়। যার অভিনয় এই পঞ্চায়েত সিজিন ৩-এর অন্যতম অবদান। পঞ্চায়েত প্রধান এবং প্রধানের স্বামী আরও পরিণত হয়েছেন, তবে গল্পের মোড় ঘোরে অন্যদিকে। যেখানে জন্ম নেয় রাজনীতি এবং এক বিধায়কের সঙ্গে গোটা গ্রামবাসীর লড়াই। উঠে আসে এক কুকুরকে হত্যা করে খেয়ে ফেলার প্রসঙ্গ। তারপরে গ্রামের রাস্তা নিয়ে চার গ্রামবাসীর কূটকাচালি এবং নেতা হয়ে ওঠার স্বপ্ন দেখা।

panchayet 3

সেই গল্প তারপরে এগিয়ে চলে নিজের ছন্দে। চলে আসে গরীব আবাস যোজনার কথা। এটা কি সরাসরি কেন্দ্রীয় সরকারকে নাড়া দেওয়া? যেখানে দেখানো হচ্ছে এক গ্রামবাসী মিথ্যে বলে কেন্দ্রীয় আবাস যোজনার বাড়ি নিচ্ছেন। এই রাজনৈতিক সুড়সুড়ির অর্থ বেশ গভীরে। তবে সবকিছুর উপরে এই ওয়েব সিরিজের সরলতা। যেখানে নেই কোনও যৌন সুড়সুড়ি। অথবা কোনও আইটেম নম্বর। শুধুমাত্র গল্প এবং অভিনয়ের জোরে আজ সেরার শিরোপা পঞ্চায়েতের মাথায়। একটা গল্প যা গল্পের মতো অথচ চরম বাস্তব। যেখানে মাটির ছোঁয়া আছে অবিরাম, এক পশলা বৃষ্টির মতো ভালবাসা আছে প্রতিদিন।