আজ রাতে কলকাতার আকাশে বিরাট চমক, জানেন কী হবে?

ভোট সপ্তমীর প্রচারে প্রচারে কলকাতাকে চমকে দিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার শ্যামবাজার থেকে বিবেকানন্দের বাড়ি পর্যন্ত রোড শো করেছেন নরেন্দ্র মোদী। যা ঘিরে মানুষের ঢল নেমেছিল উত্তর…

BJP-s drone show at Kolkata-s Shahid Minar as part of Lok Sabha election 2024 campaign, ড্রোন শো বিজেপি শহিদ মিনার

ভোট সপ্তমীর প্রচারে প্রচারে কলকাতাকে চমকে দিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার শ্যামবাজার থেকে বিবেকানন্দের বাড়ি পর্যন্ত রোড শো করেছেন নরেন্দ্র মোদী। যা ঘিরে মানুষের ঢল নেমেছিল উত্তর কলকাতায়। প্রচারের অংশ হিসাবে বুধবার ফের নজির বিহীন পদক্ষেপের পথে বিজেপি। এবার ড্রোন শো (BJP’s drone show) দেখবে তিলোত্তমা।

পদ্ম শিবিরের তরফে এ দিন রাতে শহিদ মিনার চত্বরে ড্রোন শো-য়ের আয়োজন করা হয়েছে। রাত পৌনে ন’টা নাগাদ শুরু হবে তাক লাগানো এই আসর। ফুটিয়ে তোলা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে ভারতের সাফল্যের সব ছবি।

   

এই ড্রোন শো দেখার জন্য বিজেপির তরফে সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

drone show bjp kolkata

গত সোমবার এই ড্রোন শো হওয়ার কথা ছিল বলে বিজেপি সূত্রে খবর। তবে, রবিবার থেকে প্রাকৃতিক দুর্যোগে জেরবার হয়েছে গোটা কলকাতা। সোমবার ঘূর্ণিঝড় রেমালের জেরে দিনভর বৃষ্টি চলেছে, সঙ্গে দমকা হাওয়া। একাধিক জায়গায় গাছ পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছন্ন হয়ে পড়ে। রাস্তায় জল জমে জনজীবন বিপর্যস্ত হয়। ফলে সোম সন্ধ্যায় কলকাতা শহিদ মিনারে চত্বরে আর ওই ড্রোন শো হতে পারেনি। বিজেপি নেতা অমিত মালব্য এক্সবার্তায় ওই শোয়ের কথা জানানো সত্ত্বেও তা বাতিল হয়।

মোদীর ধ্যান ভাঙাতে মরিয়া মমতা! তড়িঘড়ি পদক্ষেপের ঘোষণা

অবশ্য অমিত মালব্যের ওই এক্সবার্তা তুলে ধরে আগেই কটাক্ষ করেছে তৃণমূল। গত ২৭ মে দুপুরে তৃণমূলের তরফে সামাজ মাধ্যমে লেকা হয়, “উন্মাদ! অপদার্থ! অমানবিক! প্রাকৃতিক দুর্যোগে জেরবার শহর কলকাতা। তা সত্ত্বেও ‘প্রভু’ মোদীকে সন্তুষ্ট করতে শহরে তাঁর ‘আবির্ভাবের’ আগের দিন, অর্থাৎ — সোমবার সন্ধেয় শহিদ মিনার চত্বরে লেজার শো আয়োজন করছে বিজেপি! তাদের এতই ঔদ্ধত্য যে, দুর্যোগ সত্ত্বেও মানুষকে দলে দলে সেই অনুষ্ঠানে সামিল হওয়ার নির্দেশ দিচ্ছে! কোনও রাজনৈতিক দল এতটা নীচে কীভাবে নামতে পারে যে ভয়াবহ বিপদ ঘটতে পারে জেনেও, মানুষকে সেই বিপদের দিকে টেনে নিয়ে যাচ্ছে! এই নির্লজ্জদের ধিক্কার!”