আইপিএল কাঁপানো ৪ ক্রিকেটারকে দেখা যাবে না টি২০ বিশ্বকাপে

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) শুরু হওয়ার কথা। শুরু হবে ১ জুন থেকে। টুর্নামেন্টে ২০টি দল অংশ নিচ্ছে,…

T20 World Cup 2024

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) শুরু হওয়ার কথা। শুরু হবে ১ জুন থেকে। টুর্নামেন্টে ২০টি দল অংশ নিচ্ছে, সবগুলো দল তাদের স্কোয়াড ঘোষণা করেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে আইপিএল হয়েছিল। লিগে ভাল পারফরম্যান্স করে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা করে নেওয়ার দাবি জানিয়েছিলেন একাধিক ক্রিকেটার। এমন অনেক খেলোয়াড় রয়েছেন যারা আইপিএলে ভাল করলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছেন না।

t20 world cup 2024: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দল বদল করলেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার

   

হর্ষল প্যাটেল- আইপিএল ২০২৪-এ সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন পাঞ্জাব কিংসের পেসার হর্ষল প্যাটেল। ১৪ ম্যাচে ২৪ উইকেট নিয়ে জিতেছেন পার্পল ক্যাপ। তার পরেও টিম ইন্ডিয়ায় জায়গা পাননি হর্ষল। ২০২৩ সালের জানুয়ারিতে শেষবার ভারতের হয়ে খেলেছিলেন তিনি।

রুতুরাজ গায়কোয়াড়- চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ও টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব করেছেন। আইপিএল ২০২৪-এ তিনি ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ১৪ ম্যাচে ৫৮৩ রান করেছেন রুতু। এর মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি করা ইনিংসও। ভারতের হয়ে ১৯টি টি-টোয়েন্টি ম্যাচে ৫০০ রান রয়েছে তাঁর।

T20 World Cup 2024: ৩৩ বলে সেঞ্চুরি করা ক্রিকেটারকে বাদ দিয়ে তৈরি হল বিশ্বকাপ স্কোয়াড

জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক- আইপিএলে ব্যাট হাতে সাড়া জাগিয়েছিলেন অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। জসপ্রীত বুমরাহর বলেও খেলেছেন বড় শট। ৯ ম্যাচে ২৩৪ স্ট্রাইক রেটে করেছেন ৩৩০ রান। এই পারফরম্যান্সের পরও বিশ্বকাপ দলে জায়গা দেয়নি অস্ট্রেলিয়া। তবে রিজার্ভে আছেন তিনি।

সুনীল নারিন- আইপিএলে ব্যাট হাতে ৪৮৮ রান করেছিলেন সুনীল নারিন। বল হাতে ১৭ টি উইকেট নিয়েছিলেন। ৭-এরও কম ইকোনোমি রেট। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল চেয়েছিলেন নারিন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলুক। কিন্তু তিনি খেলবেন না।