আইএসএল শেষ হওয়ার অনেক আগে থেকেই নতুন করে ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। সেজন্য আইএসএলের দল গুলির পাশাপাশি আইলিগের ও একাধিক দলের ফুটবলারদের দিকে নজর রয়েছে তাদের। পুরোনো ফুটবলারদের মধ্যে সাউল ক্রেসপোর পাশাপাশি ক্লেটন সিলভা এবং হিজাজি মাহেরের সঙ্গে আগেই চুক্তি বাড়িয়ে নিয়েছে মশাল ব্রিগেড। যা নিঃসন্দেহে অনেকটাই ভরসা দেবে গোটা দলকে। এছাড়াও নতুন ফুটবলারদের মধ্যে ফরাসি তারকা মাদিহ তালাল থেকে শুরু করে ভারতীয় তরুণ ডেভিড লালাসাঙ্গা, সকলেই নিশ্চিত এই ফুটবলা ক্লাবে।
CFL: ইস্টবেঙ্গল-প্রাক্তনী শুভঙ্কর খেলবেন মেসার্সের হয়ে
এছাড়াও বিভিন্ন সূত্র মারফত শোনা যাচ্ছে, এবারের গোল্ডেন বুট জয়ী তারকা দিমিত্রিওস ডায়মান্টাকোসকে নাকি চূড়ান্ত করে ফেলেছে ইমামি ম্যানেজমেন্ট। তবে সেখানেই শেষ নয়। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আরো বেশকিছু ফুটবলারদের চূড়ান্ত করতে চলেছে লাল-হলুদ ব্রিগেড। এমনটাই ইঙ্গিত মিলেছে।
পূর্বেই শোনা গিয়েছিল, আগামী মাসের ১৫ তারিখের মধ্যেই দল গঠনের কাজ শেষ করে ফেলতে পারে ময়দানের এই দ্বিতীয় প্রধান। তাই সময় এগোনোর সাথে সাথেই ঝড়ের বেগে দল গঠনের কাজ চালাচ্ছে এবারের সুপার কাপ জয়ীরা। কিন্তু কবে থেকে শুরু হতে পারে প্রি-সিজেন?
CFL: শিল্টন পালের সঙ্গে খেলবেন ‘শট স্টপার’ কস্তুর
সেই নিয়ে উঠে আসল নয়া তথ্য। যতদূর জানা গিয়েছে, আগামী মাসের ২০ থেকে ২৫ জুন থেকে শুরু হতে পারে নতুন মরশুমের প্রি-সিজন। সরকারিভাবে এখনো পর্যন্ত কোনও কিছু চূড়ান্ত না হলেও এমনই ইঙ্গিত মিলল এবার। পূর্বেই জানা গিয়েছিল, ভারতেই হবে লাল হলুদের প্রি-সিজন। সেক্ষেত্রে এবার বেছে নেওয়া হতে পারে গোয়া অথবা কেরালাকে।