দিমিত্রিয়স দিয়ামানতাকস (Dimitrios Diamantakos) কেরালা ব্লাস্টার্সকে বিদায় জানিয়েছেন। যোগ দিতে পারেন ইস্টবেঙ্গলে (East Bengal)। ইস্টবেঙ্গল সমর্থকদের অনেকেই চাইছেন গ্রিসের এই স্ট্রাইকার যোগ দিক তাঁদের প্রিয় ক্লাবে। দিমিত্রি ইস্টবেঙ্গলে যোগ দেবেন কি না সেটা এখনও নিশ্চিত নয়। সম্ভাবনা রয়েছে। এখন প্রশ্ন উঠতে শুরু করেছে দিয়ামানতাকস লাল হলুদ শিবিরে যোগ দিলেও সমস্যার সমাধান হবে কি না?
গত দুই মরসুমে ইস্টবেঙ্গলের আক্রমণভাগের ভরসার মুখ ক্লেইটন সিলভা। এক মরসুম আগে সিলভা যে খেলাটা খেলেছিলেন ২০২৩-২৪ মরসুমে সেই পারফরম্যান্স করতে পারেননি। সিলভার বয়স একটা ফ্যাক্টর। স্কোয়াডে তাঁকে রাখা আদৌ যুক্তি সম্মত কি না সে ব্যাপারেও ফুটবল প্রেমীদের মধ্যে প্রশ্ন রয়েছে।
CFL: মশার কামড় খেয়ে রাত কাটিয়েছেন স্টেশনে, সার্দানের হয়ে নিজেকে প্রমাণ করতে চান রাকেশ
দিমিত্রি যোগ দিলে ইস্টবেঙ্গলের আক্রমণভাগ ধারাল হবে। কিন্তু ইন্ডিয়ান সুপার লিগ, এশিয়ান টুনামেন্টের জন্য দিমিত্রি-সিলভা জুটি ইস্টবেঙ্গলের জন্য কতটা কার্যকর হবে সেটাও ভাবনার একটা বিষয়। দীর্ঘ মরসুমের জন্য হাতে একাধিক অপশন থাকলে কোচের সুবিধা হয়।
ইস্টবেঙ্গলের বাজেট হয়তো আগের থেকে বেড়েছে। দিমিত্রিকে দলে নিশ্চিত করতে হলে মোটা টাকা খরচ হবে। একজন ফুটবলারের জন্য এতটা অর্থ ব্যয় করা কি বুদ্ধিমানের কাজ হবে? এই প্রশ্নও ঘুরপাক খাচ্ছে ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে ও সোশ্যাল মিডিয়ায়।
Dimitrios Diamantakos: ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার জল্পনা উস্কে দিলেন দিমিত্রি
ডুরান্ড কাপ, ইন্ডিয়ান সুপার লিগ, এএফসি, এই সব কিছু মাথায় রেখে ইস্টবেঙ্গলের দল আগেরবারের থেকেও আরো মজবুত হবে বলে আশা করা হচ্ছে। ক্লাব কর্তারাও জানিয়েছেন, ভাল দল তৈরি করা হচ্ছে। আপাতত ইস্টবেঙ্গলের আক্রমণে সিলভা নিশ্চিত। তাঁর সঙ্গে হয়তো দিমিত্রিয়স দিয়ামানতাকস। দিমিত্রি যদি ইস্টবেঙ্গলে যোগ দেন, তাহলেও হয়তো আরো কেজন ফরোয়ার্ড দলের দরকার হবে, মনে করছেন ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশ।