ব্রাজিলিয়ান ফুটবলারকে দলে নিতে চায় চেন্নাইয়িন এফসি

একের পর এক ফুটবল ক্লাবকে পিছনে ফেলে এবারের আইএসএলের প্লে-অফের টিকিট পেয়েছিল চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। যদিও শেষ রক্ষা হয়নি। পুরনো সমস্ত হতাশা ভুলে ঘুরে…

Brazilian Footballer Lukas Brambilla

একের পর এক ফুটবল ক্লাবকে পিছনে ফেলে এবারের আইএসএলের প্লে-অফের টিকিট পেয়েছিল চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। যদিও শেষ রক্ষা হয়নি। পুরনো সমস্ত হতাশা ভুলে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলেও মানালো মার্কেজের এফসি গোয়ার কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে দক্ষিণের এই ফুটবল ক্লাবকে। যা নিঃসন্দেহে হতাশ করেছে সমর্থকদের। এই পরিস্থিতিতে নতুন মরশুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। নিজেদের বেশ কিছু ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়ানোর পাশাপাশি নয়া বিদেশি ফুটবলারদের দিকেও নজর রয়েছে তাদের।

এক্ষেত্রে সবার আগে উঠে আসতে শুরু করেছিল বিদেশি ফুটবলার রায়ান এডওয়ার্ডের নাম। এই সিজনের পর তার সঙ্গে চুক্তি শেষ হওয়ার কথা থাকলেও আগামী কয়েক মরশুমের জন্য নাকি চুক্তি বাড়ানোর পরিকল্পনা রয়েছে চেন্নাইয়িন ম্যানেজমেন্টের। এছাড়াও উঠে এসেছে জর্ডন মারির প্রসঙ্গ। তাকে ও দলে রাখতে চান ওয়েন কোয়েল।

   

এছাড়াও খালিদ জামিলের জামশেদপুর এফসির দাপুটে এক ফুটবলারের দিকে ও নজর ছিল অভিষেক বচ্চনের এই ফুটবল ক্লাবের। তিনি এলসিনহো। এই মরশুমে জামশেদপুর এফসির জার্সিতে যথেষ্ট সফল থেকেছেন তিনি। স্বাভাবিকভাবেই তাকে নতুন মরশুমের জন্য পেতে আসরে নামে একাধিক ফুটবল দল। তবে এক্ষেত্রে এগিয়ে ছিল আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব।

কিন্তু সেখানেই শেষ নয়। এবার আরো এক ব্রাজিলিয়ান ফুটবলারের দিকে নজর রয়েছে চেন্নাইয়িন ম্যানেজমেন্টের। তিনি লুকাস ব্রাম্বিলা। বর্তমানে ওথেলোস অ্যাথিয়েনোর সঙ্গে যুক্ত রয়েছেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। এই দলের জার্সিতে মোট ১৩টি অ্যাপিয়ারেন্সে মোট ৯টি গোল কন্ট্রিবিউশন থেকেছে এই ফুটবলারের।

হিসেব অনুযায়ী এই মাসের শেষেই তার সঙ্গে চুক্তি শেষ হবে ওথেলোসের। পরবর্তীতে সেই চুক্তি বাড়ানো নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রস্তাব আসেনি তার কাছে। এই সুযোগ কাজে লাগিয়েই ব্রাজিলের এই ফুটবলারকে দলে টানতে চাইছে চেন্নাইয়িন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু।