ফের ধর্ষণের অভিযোগ। এ নিয়ে ফের সরগরম সন্দেশখালি (Sandeshkhali)। পুলিশকে ঘিরে বিক্ষোভ। ঘটনাস্থলে নামল ব়্যাফ। ভোটের মাঝে ফের নতুন করে যেন জেগে উঠল সন্দেশখালির আগ্নেয়গিরি।
সিভিক ভলান্টিয়ারের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ। এ নিয়ে আসরে বিজেপি। ঘটনাস্থলে যান বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। পুলিশ পৌঁছলেই শুরু হয় বিক্ষোভ। এরই মাঝে এক মহিলা পুলিশকর্মী অভিযোগকারী মহিলার বাড়িতে যান।
বসিরহাটের (Basirhat) বিজেপি প্রার্থী রেখা পাত্র সংবাদমাধ্যমে বলেন, ‘পুলিশের কাছে অভিযোগ জানাতে যাচ্ছি। যতক্ষণ না পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করা হবে, ততক্ষণ পর্যন্ত থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাব আমরা। তিনজন পুলিশ আধিকারিক এসেছিলেন ঘটনার পরে৷ কিন্তু আমরা আমরা কোন অভিযোগ করিনি৷ কারণ পুলিশ ওকে নিয়ে গিয়ে আরও মানসিকভাবে নির্যাতন করত৷’
পুলিশ সূত্রে খবর, নির্যাতিতার পরিবার মৌলিকভাবে অভিযোগ জানিয়েছে। তবে ধর্ষণের অভিযোগ করেননি। যৌন হেনস্থা এবং নির্যাতনের অভিযোগ করেছেন।
প্রসঙ্গত, ২৪ লোকসভা ভোটের আবোহে বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে এই সন্দেশখালি ইডির ওপর হামলা, সেই সঙ্গে মহিলাদের সঙ্গে শ্লীলতাহানি ও জোর করে জমি কেড়ে নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে সরগরম হয়ে রয়েছে সন্দেশখালি।
অভিযোগ, আজ বুধবার সন্ধ্যে সাতটার সময় সন্দেশখালি মাঝেরপাড়া এলাকায় এক মহিলাকে ধর্ষণ করে পুকুরের পাশে ফেলে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার স্বামী সিভিক ভলেন্টিয়ার হিসেবে সন্দেশখালি থানায় কর্মরত। তাঁর কথাতেই নাকি ওই মহিলাকে ধর্ষণ করা হয়েছে। ঘটনায় স্থানীয়রা অভিযোগ তুলেছেন অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
জানা যাচ্ছে, তিনজন দুষ্কৃতী এসে ওই মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে। তিনজনই মুখ বাধা অবস্থায় এসেছিল সেই কারণেই চিহ্নিতকরণ করা সম্ভব হয়নি। স্থানীয়দের একাংশের পক্ষ থেকে এই অভিযোগ তোলা হলেও, এখনও পর্যন্ত থানায় কোন রকম লিখিত অভিযোগ করা হয়নি৷