East Bengal: নব্বই মিনিটের মধ্যে ডেভলপমেন্ট ফাইনাল জিততে চান বিনো জর্জ

মূথুট ফুটবল অ্যাকাডেমির বিপক্ষে পিছিয়ে থেকেও জয় এসেছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাবের। সেই সুবাদে এবার ইয়ুথ ডেভেলপমেন্ট লিগের ফাইনাল খেলবে লাল-হলুদ ব্রিগেড।‌ বলতে গেলে…

East Bengal Junior Coach Bino George

মূথুট ফুটবল অ্যাকাডেমির বিপক্ষে পিছিয়ে থেকেও জয় এসেছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাবের। সেই সুবাদে এবার ইয়ুথ ডেভেলপমেন্ট লিগের ফাইনাল খেলবে লাল-হলুদ ব্রিগেড।‌ বলতে গেলে প্রথমবার বাংলার কোন ফুটবল ক্লাব খেলতে চলেছে ইউথ ডেভেলপমেন্ট লিগের ফাইনাল।

এক বলতে গেলে ইতিহাসের সম্মুখীন হতে চলেছে কলকাতা ময়দানের এই প্রধানের ছোটরা। সেমিতে প্রথম দিকে ইস্টবেঙ্গল ২-০ গোলের ব্যবধানে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে অনবদ্য ছন্দে ধরা দেয় লাল-হলুদ ব্রিগেড। সেখান থেকেই পরবর্তীতে সমতায় ফিরে আরও এক গোলের ব্যবধানে এগিয়ে মশাল ব্রিগেড।

   

যদিও অতিরিক্ত সময় তা ধরে রাখা সম্ভব হয়নি। এরফলে, শেষ পর্যন্ত ম্যাচ চলে যায় ট্রাইবেকারে। সেখানেই শেষ পর্যন্ত জয় সুনিশ্চিত করে বিনো জর্জের ছেলেরা। যা নিঃসন্দেহে খুশি করেছে সমর্থকদের।‌ আগামী ১৮ ই মে সন্ধ্যা ছয়টায় ইয়ুথ ডেভেলপমেন্ট লিগের ফাইনাল ম্যাচের মুখোমুখি হবে দুই দল। এক কথায় বলতে গেলে, প্রথমবারের মতো বাংলায় এই খেতাব আসার হাতছানি। সিনিয়র দলের পর এবার ছোটদের চূড়ান্ত সাফল্য কামনায় সকলে। এবার ও জয় ছাড়া কিছুই ভাবছেন না সায়ন- বিষ্ণুরা।

জানা গিয়েছে, সেমিফাইনালের রুদ্ধশ্বাস জয়ের পর এবার নব্বই মিনিটের মধ্যেই খেতাব জয় নিশ্চিত করতে চাইছেন ইস্টবেঙ্গলের জুনিয়র দলের কোচ বিনো জর্জ। তবে প্রতিপক্ষ দল হিসেবে পাঞ্জাব এফসিকে নিয়ে যথেষ্ট সাবধানী তিনি। এক্ষেত্রে দলের রক্ষণভাগে জোর দেওয়ার পাশাপাশি মাঝমাঠকে আরো শক্তিশালী করার ভাবনা রয়েছে তার। গত ম্যাচে শ্যামল বেসড়া যেভাবে নিজেকে আপফ্রন্টে মেলে ধরেছিলেন তা যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিল সকলের। ট্রফি জয়ের ক্ষেত্রে ও এবার তার উপরেই ভরসা রাখতে চাইবেন কোচ।