Health Minister Resigns: আচমকা পদত্যাগ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর, মাথায় হাত প্রধানমন্ত্রীর!

সোমবার সাতসকালে আচমকা পদত্যাগ (Health Minister Resigns) করলেন নেপালের উপপ্রধানমন্ত্রী তথা কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রী উপেন্দ্র যাদব। জনতা সমাজবাদী পার্টি (জেএসপি) নেপালের চেয়ারপার্সন যাদব…

gas cylinder blast in south 24 parganas

সোমবার সাতসকালে আচমকা পদত্যাগ (Health Minister Resigns) করলেন নেপালের উপপ্রধানমন্ত্রী তথা কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রী উপেন্দ্র যাদব। জনতা সমাজবাদী পার্টি (জেএসপি) নেপালের চেয়ারপার্সন যাদব এদিন সকালে প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহল ‘প্রচণ্ড’-এর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

Advertisements

এছাড়া স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক প্রতিমন্ত্রী তথা জেএসপি নেপালের রাজনৈতিক কমিটির সদস্য দীপক কারকিও পদত্যাগ করেছেন। জনগণের সেবা করার সুযোগ দেওয়ায় জন্য প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহলকে কৃতজ্ঞতাও জানিয়েছে উপেন্দ্র যাদব। 

   

পদত্যাগ করার কারণও জানিয়ে দিয়েছেন নেপালের উপপ্রধানমন্ত্রী। উপেন্দ্র যাদব বলেন, আজ সকালে আমি প্রধানমন্ত্রী দাহলের কাছে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সরকারের সঙ্গে সহযোগিতা বজায় রাখতে আমি অপারগ। তাই পদত্যাগের সিদ্ধান্ত নিলাম। 

Lok Sabha Election: ইভিএমের বোতাম টিপলেই ভোট যাচ্ছে বিজেপিতে! তুমুল চাঞ্চল্য নদিয়ায়

এদিকে প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহলের নেতৃত্বাধীন সরকারে তিনজন মন্ত্রীকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অশোক রাইয়ের নেতৃত্বাধীন জনতা সমাজবাদী পার্টি (জেএসপি)।

জেএসপির সাধারণ সম্পাদক মহম্মদ ইশতিয়াক রাই নেপালের একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, প্রতিনিধি পরিষদের সদস্য প্রদীপ যাদবকে স্বাস্থ্য ও জনসংখ্যা, হাসিনা খানকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং রঞ্জু ঝাকে দফতরবিহীন মন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisements

Loksabha Election 2024: চিটচিটে ঘামে দিলীপ-কীর্তির কোলাকুলি, একাধিক গ্রামে নীরবে বাম ভোট!

জেএসপির নওয়াল কিশোর শাহ ইতিমধ্যেই দাহলের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় বন ও পরিবেশ মন্ত্রী হিসাবে রয়েছেন। উপেন্দ্র যাদব এবং দীপক কারকির পদত্যাগের ফলে যে শূন্যপদগুলি তৈরি হয়েছে, সেখানেই যাচ্ছেন প্রদীপ, হাসিনা এবং রঞ্জু। 

জেএসপির সাধারণ সম্পাদক রাই জানিয়েছেন, সোমবার বিকেল ৫টায় নতুন মন্ত্রীরা শপথ নেবেন। অশোক রাই সহ সাত সাংসদ গত সপ্তাহে জেএসপি (জনতা সমাজবাদী পার্টি) নেপাল থেকে বেরিয়ে এসে জনতা সমাজবাদী পার্টি গঠন করেন।

Lok Sabha Election 2024: হইহই করে এগিয়ে মমতার বাংলা, সব রাজ্যেকে ফুৎকারে উড়িয়ে…