Contai: বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর ব়্যালি লক্ষ্য করে বোমা, উত্তপ্ত পরিস্থিতি

কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর ব়্যালি ঘিরে কার্যত উত্তপ্ত হয়ে উঠলো এলাকা। বৃহস্পতিবার দুপুরে কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর পটাশপুরে বিধানসভা…

Soumendu Adhikari BJP Contai: বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর ব়্যালি লক্ষ্য করে বোমা, উত্তপ্ত পরিস্থিতি

কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর ব়্যালি ঘিরে কার্যত উত্তপ্ত হয়ে উঠলো এলাকা। বৃহস্পতিবার দুপুরে কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর পটাশপুরে বিধানসভা একাধিক বিধায়ক বিজেপি জেলা নেতৃত্ব নিয়ে রোড শো ছিল। পটাশপুরে আড়গোয়াল পেট্রোল পাম্পের সামনে এলে তৃণমূলের দলীয় পতাকা নিয়ে কালো পতাকা দেখানো হয়। তৃণমূল কর্মী সমর্থকেরা গো ব্যাক স্লোগান দেন। পাল্টা বিজেপি কর্মী সমর্থকরা চোর চোর স্লোগান দেন। ঘটনাস্থলে পটাশপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারপরে সৌমেন্দু অধিকারী রোড শো ভগবানপুরের দিকে এগিয়ে যায়। বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী মিছিল লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারীরাই এমন কর্মকাণ্ড ঘটিয়েছে বলে দাবি করেছে বিজেপি নেতৃত্বরা। এই সমস্ত অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।

সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুরে পটাশপুর বিধানসভা ও ভগবানপুর বিধানসভা কর্মসূচিতে ছিল কাঁথি লোকসভা বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। পটাশপুরে রোড শো ও ব়্যালি বিজেপি প্রার্থী উপস্থিত ছিল একাধিক বিধায়ক ছাড়াও বিজেপি’র নেতৃত্বরা। বিজেপি রোড শো চলাকালীন পটাশপুরে আড়গোয়ালে পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে কালো পতাকা দেখান তৃণমূল কর্মী সমর্থকেরা। বিজেপি হটাও স্লোগান দেন। পাল্টা বিজেপি কর্মী সমর্থকেরা চোর চোর স্লোগান দেন। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পটাশপুর থানার পুলিশ পরিস্থিতি সামাল দেয়।

   

এরপর ভগবানপুরের দিকে মিছিলে এগিয়ে যায়। কিছুটা এগিয়ে যাওয়ার পর বোমাবাজি করে। যদিও কেউ আহত হয়নি। বিজেপি কর্মী সমর্থকেরা তাড়া করলে এখান থেকে পালিয়ে যায়। তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছেন বিজেপি নেত্বয়রা।

কাঁথি লোকসভা বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী বলেন ” আসলে তৃণমূল ভয় পেয়েই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। ভোটের মুখে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে। নির্বাচন কমিশনের অবিলম্বে এর জন্য পদক্ষেপ করা উচিত “।

কাঁথি সাংগঠনীক জেলা বিজেপির সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল বলেন ” জনবিচ্ছিন্ন তৃণমূল সরকার বিজেপি’র শান্তিপূর্ণ ব়্যালি উপর হামলা চালিয়েছে। পুলিশের উপস্থিতিতে আড়গোয়াল পেট্রোল পাম্পের সামনে কালো পতাকা দেখায়। কাঁথি লোকসভা প্রার্থী সৌমেন্দু অধিকারী লক্ষ করে বোমাবাজি করে। সন্ত্রাসবাদীদের দ্রুত গ্রেফতারে দাবি জানাচ্ছি। এনিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবো “!

ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন ” তৃণমূল একাধিক এলাকার সন্ত্রাস কবলিত এলাকা তৈরি করে রেখেছে। শান্তিপূর্ণভাবে মিছিল হচ্ছিল। পার্থী সৌমেন্দ্র অধিকারী সহ একাধিক বিধায়কদের নিয়ে শান্তিপূর্ণভাবে মিছিল ও র্যা লি চলছিল “!

যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্বরা। কাঁথি সংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি পন্ডা বলেন ” এই সমস্ত অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। বিজেপি আদি ও নব্য কারণে গন্ডগোল। এই ঘটনার সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকরা যুক্ত নয়। পুলিশ তদন্ত করলেও প্রকৃত সত্য উদঘাটন হবে “। পটাশপুর থানার ওসি রাজু কুন্ডু বলেন ” পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে “।